আমি কালি যদি পেতাম কালী রইত না এ মনের কালি।
মোর সাদা মনের পদ্মপাতায় লিখ্তাম তোর শ্রীনাম খালি॥
(মা) কালী পেলে সকল কালো
এক নিমিষে হ’ত আলো,
(মা) কালো পাতার কোলে যেমন ফুটে থাকে ফুলের ডালি॥
(তোর) কালো রূপের নীল যমুনা বইত যদি মনের মাঝে,
(শ্যামা!) দেখ্তে পেত এই ত্রিভুবন, কোথায় শ্যামের বেণু বাজে।
তোর কালো রূপের কৃষ্ণ আকাশ পেলে,
(আমি) ময়ূর হয়ে নাচতাম মা তারার পেখম মেলে।
দুঃখে কালো কপালে মোর হাস্ত শিশু-চাঁদের ফালি॥