বিষয়:
নজরুল সঙ্গীত
শিরোনাম:
আমি বাণিজ্যেতে যাব এবার মদিনা শহর
আমি বাণিজ্যেতে যাব এবার মদিনা শহর।
আমি এদেশে হায় গোনাহ্গারি ছিলাম জীবন ভর॥
পাঞ্জেগানার বাজার যেথা বসে দিনে রাতে
দু’টি টাকা 'আল্লাহ্' 'রসুল' পুঁজি নিয়ে হাতে,
কত পথের ফকির সওদা ক'রে হ’ল সওদাগর॥
সেথা আজান দিয়ে কোরান প'ড়ে ফিরিওয়ালা হাঁকে
বোঝাই ক’রে দৌলত দেয়, যে সাড়া দেয় ডাকে,
ওগো জানেন তাহার পাকে কা’বা খোদার অফিস্-ঘর॥১
বেহেশ্তে রোজগারের পরে ছাড়পত্র পায়,
পায় সে সাহস ঈমান-জাহান যদি ডুবে যায়।
ওগো যেতে খোদার খাস্-মহলে পায় সে সিল্মোহর॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা
যায় না। ১৯৪৪ খ্রিষ্টাব্দের এপ্রিল ১৯৪৪ (চৈত্র ১৩৫০-বৈশাখ ১৩৫১) মাসে,
টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল।
এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪৪ বৎসর
১১ মাস ।
- রেকর্ড: টুইন [এপ্রিল ১৯৪৪ (চৈত্র ১৩৫০-বৈশাখ ১৩৫১)। এফটি ১৩৯৩৭।
শিল্পী: দুলি বিবি।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮।
ফেব্রুয়ারি ২০১২। ১১০৬ সংখ্যক গান।