বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আমি ভুলিতে পারি না সেই দূর অমরার স্মৃতি
আমি ভুলিতে পারি না সেই দূর অমরার স্মৃতি।
যার আকাশে বিরাজে চির পূর্ণিমার তিথি॥
আজও যেন শুনি ইন্দ্র সভায়
দেবকুমারীরা ডাকে ‘আয় আয়’,
কেঁদে যেন ডাকে অলকানন্দা নন্দন-বন-বীথি॥
- ভাবসন্ধান: বরদাপ্রসন্ন দাশগুপ্তের বেতার নাটক 'সুভদ্রা'-তে
সর্গ-নটিনী উর্বসী'র গান হিসেবে ব্যবহার করা হয়েছে। উর্বসী ছিলনে দেবরাজ
ইন্দ্রের রাজসভার রাজনর্তকী। নাটকের প্রয়োজনে উর্বসীকে রাজসভা থেকে আনা হয়েছে
মর্তলোকে। এই গানে উপস্থাপন করা হয়েছে স্বর্গচ্যুতা উর্বসীর অমরাবতীর জন্য
বিরহ-বিধূর স্মৃতিকাতরতা।
অমরা থেকে বহুদূরে উদাসী উর্বসী'র মনে জেগে উঠেছে- সেই অমরাবতীর স্মৃতি। তাঁর
স্মৃতিকাতরায় খুঁজে পাওয়া যায়- তাঁর আনন্দময় অমরাবতীর জন্য হাহাকার। তাঁর
স্মৃতিতে জেগে আছে- অমরাবতীর আকাশে বিরাজিত চির-পূর্ণিমার তিথি। তিনি শুনতে পান
ইন্দ্রসভায় দেবকুমারীদের আহ্বান। এঁদের সাথে সকাতরে যেন তাঁকে ডাকে স্বর্গ-নন্দী
অলকানন্দ, স্বর্গের নন্দন কানন।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ডিসেম্বর ১৯৩৫ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪২) মাসে, এইচএমভি থেকে বরদাপ্রসন্ন দাশগুপ্তের নাটক 'সুভদ্রা'র নাটক প্রকাশিত হয়েছিল। নাটকটিতে এই গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৬ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি
২০১২)। ১১০৭ সংখ্যক গান।
- রেকর্ড: এইচএমভি [ডিসেম্বর ১৯৩৫ (অগ্রহায়ণ-পৌষ
১৩৪২)]। এন ৭৪৫১। নাটিকা: সুভদ্রা। নাট্যকার: বরদাপ্রসন্ন
দাশগুপ্ত। চরিত্র:
ঊর্বশী। শিল্পী: আঙুরবালা
- পর্যায়:
- বিষয়াঙ্গ: সনাতন হিন্দুধর্ম। সাধারণ। উর্বসী। স্মৃতিকাতরতা।