আল্লা নামের দরখ্তে ভাই ফুটেছে এক ফুল।
তাঁরে কেউ বলে মোস্তফা নবী, কেউ বলে রসুল॥
পয়গম্বর ফেরেশ্তা হুর পরী ফকির ওলি
খুঁজে জমিন আসমান ভাই দেখতে সে ফুল-কলি,
সে-ফুল যে দেখেছে সেই হয়েছে বেহেশ্তি বুলবুল॥
আল্লা নামের দরিয়াতে ভাই উঠলো প্রেমের ঢেউ
তারে কেউ বলে আমিনা দুলাল, মোহম্মদ কয় কেউ,
সে-ঢেউ যে দেখেছে সে পেয়েছে অকূলের কূল॥
আল্লা নামের খনিতে ভাই উঠেছে এক মণি
কোটি কোহিনূর ম্লান হয়ে যায় হেরি’ তার রোশ্নি,
সেই মণির রঙে উঠল রেঙে ঈদের চাঁদের দুল
তারে কেউ বলে মোস্তফা নবী, কেউ বলে রসুল॥