বিষয়:
নজরুলসঙ্গীত।
শিরোনাম:
আল্লা রসুল তরু আর ফুল প্রেমিক-হৃদয় জানে
তাল: কাহার্বা
আল্লা রসুল তরু আর ফুল প্রেমিক-হৃদয় জানে।
কেহবা তরুরে ভালোবাসে ভাই, কেহ ফুল ধ’রে টানে॥
কেহবা ফুলের মধু চায়, কেহ চায় সে-গাছের ছায়া
গাছের ছায়ায় জুড়াইয়া পায় গুল্ সুবাসের মায়া,
তরু ছুঁয়ে বোঝে আল্লা রসুলে রসলীলা কোন্খানে॥
কোন জন চাহে গুলের খশ্বু, কোন জন চাহে গুল্
খশ্বুর সাথে ফুলেরেও চাহে প্রেমিক যে বুল্বুল॥
জালালের সাথে জামালেও চাহে, প্রেমিক যে বুলবুল॥
আল্লারে ভালোবেসে যার গেছে সকল দ্বিধা ও ভয়
রসুল তাহারে প্রেম দিয়ে কন্, আল্লা যে প্রেমময়,
তিনি যে কেবল বিচারক নন্, আল্লা যে প্রেমময়,
মজনুর মত দিওয়ানা সে যে লাইলার মধুপানে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৪৭-বৈশাখ ১৩৪৮) মাসে,
টুইন রেকর্ড কোম্পানি এই গানটির রেকর্ড করেছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪১ বৎসর ১০ মাস।
- গ্রন্থ:
নজরুল-সঙ্গীত সংগ্রহ
(নজরুল ইন্সটিটিউট। ফেব্রুয়ারি ২০১২)।
১১১৪ সংখ্যক গান।
পৃষ্ঠা: ৩৪০।
- রেকর্ড:
টুইন [এপ্রিল ১৯৪১
খ্রিষ্টাব্দ (চৈত্র ১৩৪৭-বৈশাখ ১৩৪৮) এফটি ১৩৫৬২। আশরাফ আলী ও দেলোয়ার হোসেন
- পর্যায়
- বিষয়াঙ্গ: ভক্তি [ইসলাম, হামদ-নাত মিশ্র]