বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম : এসো মা পরমা শক্তিমতী
 
এসো মা পরমা শক্তিমতী।
দাও শ্রী দাও কান্তি-আনন্দ-শান্তি অন্তরে বাহিরে দিব্য জ্যোতি॥
            দাও অপরাজেয় পৌরুষ শক্তি
            দাও দুর্জয় শৌর্য পরা-ভক্তি,
দাও সূর্য সম তেজ প্রদীপ্ত প্রাণ ঝঞ্ঝার সম, বাধাহীন গতি॥
            এসো মা পরম অমৃতময়ী.
            নির্জিত জাতি হোক মৃত্যুজয়ী।
            পরম জ্ঞান দাও পরম অভয়
            রূপ-সুন্দর তনু প্রাণ প্রেমময়,
আকাশের মত দাও মুক্ত জীবন সকল কর্মে হও তুমি সারথি॥
  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১১১৭]