বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আমি রাজার কুমার পথ ভোলা
চলচ্চিত্র: ‘ধ্রুব’
আমি রাজার কুমার পথ ভোলা,
আমি পথ ভোলা, দখিন হাওয়া দাও দোলা!
আজি প্রাণের ও মনের সকল দ্বার খোলা॥
তরুলতা বনের পাখি তোদের ডাকি আয় শুনে যা
শোন ঝর ঝর ঝর্না-ধারা,
রাজার দুলাল আমি শোন রে ফুল-নদী উতরোলা॥
-
রচনাকাল ও স্থান:
১৯৩৪ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি ‘ধ্রুব’ নামক
চলচ্চিত্রটি মুক্তি পায়। এই চলচ্চিত্রে গানটি ব্যবহৃত হয়েছিল।
এই সময়
নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৭ মাস।
-
চলচ্চিত্র:
ধ্রুব
[১৯৩৪ খ্রিষ্টাব্দের ১ জানুয়ারি (সোমবার, ১৭ পৌষ ১৩৪০),
মুক্তি পেয়েছিল 'ক্রাউন টকি হাউস' নামক প্রেক্ষাগৃহে]। সুর:
নজরুল ইসলাম। চরিত্র: ধ্রুব। শিল্পী মাস্টার প্রবোধ
-
গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল
ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা
১১২২]