বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম :
আমি বেলপাতা জবা দেব না মাগো দেব শুধু আঁখিজল
আমি বেলপাতা জবা দেব না মাগো দেব শুধু আঁখিজল।
মাগো হাত দিয়ে যাহা দেওয়া যায়, পাই হাতে শুধু তার ফল॥
হাত দিয়ে ফল দিতে যাই
(মাগো) হাতে হাতে তার ফল পাই,
পাই অর্থ বিভব যশ
পাই না অমৃত আনন্দ মাগো, পাই না হৃদয়ে রস।
তাই আঁখিতে রাখিব ব’লে মা আনিয়াছি আঁখি ছলছল॥
এবার রাখিব চোখে চোখে তোরে ছাড়িয়া দেব না আর,
মাগো তুই চ’লে গেলে হয়ে যায় মোর ত্রিলোক অন্ধকার।
এবার দেখিবে নিত্য হৃদয়
তোর রাঙা চরণের অরুণ উদয়,
তাই জবা ফেলে দিয়ে মেলিয়াছি তাই হৃদয়ের শতদল॥
-
ভাবসন্ধান: মাতৃরূপিণী দুর্গাকে অন্তরের গভীরে চিরন্তনরূপে পাওয়ার সাধকের
একান্ত কামনা এই গানে উপস্থাপন করা হয়েছে। অন্য সাধকদের মতো দেবীর কাছে তিনি
পার্থিব কোনো সম্পদ চান না। তিনি শুধুই চান মাতৃরূপিণী দুর্গার করুণা। তাই তিনি
বেলপাতা, জবা দিয়ে দেবীকে সন্তুষ্ট করে কিছু চান না। হাতের দেওয়া অর্ঘের পেয়ে দেবী
পার্থিব চাওয়ার ফল দেন হাতে হাতে। তাতে অর্থ বিভব যশ পাওয়া যায়, কিন্তু মায়ের
সান্নিধ্য লাভের সৌভ্যগ্য, তধা সর্বার্থে তাঁকে পাওয়ার আনন্দ পাওয়া যায় না। তাই
সাধক তাঁকে পাওয়ার গভীর প্রত্যাশায় ভক্তির হৃদয় মথিত আঁখিজল দিয়ে নিজেকে নিবেদন
করেছেন এই গানে।
হাতের দেওয়া অর্ঘের ফল শেষে দেবী হারিয়ে যান, তাই চোখের জলের নিবেদনের মধ্য যে
দেবীকে তিনি চান, তিনি থাকবেন তাঁর অন্তরে চোখে চোখে, এই তাঁর প্রত্যাশা ।
মাতৃরূপিণী এই দেবী হারিয়ে গেলে, সাধকের কাছে আলোকময় ত্রিলোক হয়ে যায়
অন্ধকারাচ্ছন্ন। তাঁর কামনা হৃদয়ে হবে দেবীর নিত্য অধিষ্ঠান, সাধক প্রতিনিয়ত অনুভব
করবেন তাঁর অরুণ রাঙা চরণের মহিমা। তাই জবা ফেলে দিয়ে সাধক মাকে নিবেদন করেছেন
হৃদয়ের শতদল (হৃদিপদ্ম)।
-
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ২৮ সেপ্টেম্বর
(শনিবার, ১২ আশ্বিন ১৩৪৭) সুরাসাগর হিমাংশু দত্তের রচিত গীতিচিত্র '
মা এল রে'
কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল। এই গীতিচিত্রে এই গানটি প্রথম
ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ৪ মাস।
- বেতার
:
মা এল রে
[গীতিনকশা]। রচয়িতা: হিমাংশু দত্ত। কলকাতা বেতারকেন্দ্র-ক। চতুর্থ অধিবেশন। ২৮ সেপ্টেম্বর ১৯৪০ [শনিবার, ১২ আশ্বিন ১৩৪৭]
সান্ধ্য অনুষ্ঠান। সময়: ৮-৮.৩৯
[সূত্র:
- বেতার জগৎ। ১১শ বর্ষ, ১৮শ সংখ্যা। ১৬ সেপ্টেম্বর ১৯৪০। পৃষ্ঠা: ১০০২
-
[The
Indian-listener
1940, Vol V, No 18. page 1429]
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১১৩৪। পৃষ্ঠা: ৩৪৬]
- রেকর্ড: সেনোলা। জুন ১৯৪৩ (জ্যৈষ্ঠ- আষাঢ় ১৩৫০)। কিউ এস ৬০৩। শিল্পী:
কৃষ্ণদাস ঘোষ
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। শাক্তসঙ্গীত। দুর্গা।
প্রার্থনা