বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম : আমি বেলপাতা জবা দেব না মাগো দেব শুধু আঁখিজল
আমি   বেলপাতা জবা দেব না মাগো দেব শুধু আঁখিজল।
        মাগো হাত দিয়ে যাহা দেওয়া যায়, পাই হাতে শুধু তার ফল॥
        হাত দিয়ে ফল দিতে যাই
        (মাগো) হাতে হাতে তার ফল পাই,
        পাই অর্থ বিভব যশ
        পাই না অমৃত আনন্দ মাগো, পাই না হৃদয়ে রস।
        তাই আঁখিতে রাখিব ব’লে মা আনিয়াছি আঁখি ছলছল॥
        এবার রাখিব চোখে চোখে তোরে ছাড়িয়া দেব না আর,
        মাগো তুই চ’লে গেলে হয়ে যায় মোর ত্রিলোক অন্ধকার।
                    এবার দেখিবে নিত্য হৃদয়
                    তোর রাঙা চরণের অরুণ উদয়,
        তাই জবা ফেলে দিয়ে মেলিয়াছি তাই হৃদয়ের শতদল॥