বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম :
আমি বেলপাতা জবা দেব না মাগো দেব শুধু আঁখিজল
আমি বেলপাতা জবা দেব না মাগো দেব শুধু আঁখিজল।
মাগো হাত দিয়ে যাহা দেওয়া যায়, পাই হাতে শুধু তার ফল॥
হাত দিয়ে ফল দিতে যাই
(মাগো) হাতে হাতে তার ফল পাই,
পাই অর্থ বিভব যশ
পাই না অমৃত আনন্দ মাগো, পাই না হৃদয়ে রস।
তাই আঁখিতে রাখিব ব’লে মা আনিয়াছি আঁখি ছলছল॥
এবার রাখিব চোখে চোখে তোরে ছাড়িয়া দেব না আর,
মাগো তুই চ’লে গেলে হয়ে যায় মোর ত্রিলোক অন্ধকার।
এবার দেখিবে নিত্য হৃদয়
তোর রাঙা চরণের অরুণ উদয়,
তাই জবা ফেলে দিয়ে মেলিয়াছি তাই হৃদয়ের শতদল॥
-
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ২৮ সেপ্টেম্বর
(শনিবার, ১২ আশ্বিন ১৩৪৭) সুরাসাগর হিমাংশু দত্তের রচিত গীতিচিত্র '
মা এল রে'
কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছিল। এই গীতিচিত্রে এই গানটি প্রথম
ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ৪ মাস।
- বেতার
:
মা এল রে
[গীতিনকশা]। রচয়িতা: হিমাংশু দত্ত। কলকাতা বেতারকেন্দ্র-ক। চতুর্থ অধিবেশন। ২৮ সেপ্টেম্বর ১৯৪০ [শনিবার, ১২ আশ্বিন ১৩৪৭]
সান্ধ্য অনুষ্ঠান। সময়: ৮-৮.৩৯
[সূত্র:
- বেতার জগৎ। ১১শ বর্ষ, ১৮শ সংখ্যা। ১৬ সেপ্টেম্বর ১৯৪০। পৃষ্ঠা: ১০০২
-
[The
Indian-listener
1940, Vol V, No 18. page 1429]
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১১৩৪। পৃষ্ঠা: ৩৪৬]
- রেকর্ড: সেনোলা। জুন ১৯৪৩ (জ্যৈষ্ঠ- আষাঢ় ১৩৫০)। কিউ এস ৬০৩। শিল্পী:
কৃষ্ণদাস ঘোষ