বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম :
ইয়া রাসুলুল্লাহ! মোরে রাহ্ দেখাও সেই কাবার
ইয়া রাসুলুল্লাহ! মোরে রাহ্ দেখাও সেই কাবার।
যে কাবা মসজিদে গেলে পাব আল্লার দিদার॥
দ্বীন দুনিয়া এক হয়ে যায় যে কাবার ফজিলতে,
যে কাবাতে হাজি হ’লে রাজি হন পরওয়ারদিগার॥
যে কাবার দুয়ারে জামে তৌহিদ দেন হজরত আলী,
যে কাবায় কুল্-মাগফেরাতে কর তুমি ইন্তেজার॥
যে কাবাতে গেলে দেখি আরশ কুর্সি লওহ কালাম,
মরণে আর ভয় থাকে না, হাসিয়া হয় বেড়া পার॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক
১৩৪৭) মাসে, টুইন থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে।
এই
সময়
নজরুলের বয়স ছিল
৪১ বৎসর
৪ মাস।
-
রেকর্ড:
টুইন [অক্টোবর ১৯৪০ (আশ্বিন-কার্তিক
১৩৪৭)]। এফটি ১৩৪৫৭। শিল্পী:
পিয়ারু কাওয়াল
-
গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২)-এর ১১৪৭ সংখ্যক গান। তাল: দাদরা পৃষ্ঠা:
৩৪৯।
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত [ইসলামি গান]
- সুরাঙ্গ: কাওয়ালি
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: সণ্