বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: উম্মত আমি গুনাহগার তবু ভয় নাহি রে আমার 
	
		
			উম্মত আমি গুনাহগার তবু ভয় নাহি রে আমার।
আহম্দ আমার নবী যিনি খোদ্ হবিব খোদার॥
যাঁহার উম্মত্ হ'তে চাহে সকল নবী,
তাঁহারি দামন ধরি' পুলসরাত হব পার॥
       
	কাঁদিবে রোজ হাশরে সবে
       
	যবে 'নফ্সি য়্যা নফ্সি' রবে,
'য়্যা উম্মতী' ব'লে একা কাঁদিবেন আমার মোখতার॥
কাঁদিবেন সাথে মা ফাতেমা ধরিয়া আরশ্ আল্লার।
হোসায়নের খুনের বদ্লায় মাফী চাই পাপী সবাকার।
দোজখ্ হয়েছে হারাম যে-দিন পড়েছি কলেমা।
যেদিন হয়েছি আমি কোরানের নিশান-বর্দার॥
		
	
	- ভাবসন্ধান: এই গানে ইসলাম ধর্মের প্রবর্তক হজরত মুহম্মদ (সাঃ)-কে 
	শেষ বিচারের দিনে পাপী উম্মতের পরিত্রাণকারী হিসেবে বন্দনা করা হয়েছে। 
	
	এই গানের স্থায়ীর প্রথম পঙ্ক্তিতে কবি নিজেকে নবির গুনাহগার উম্মত হিসেবে  
	হিসেবে উল্লেখ করেছেন। তিনি পাপ হলেও পাপের শাস্তির ভয়ে ভীত নন। কারণ, খোদার হাবিব (বন্ধু) হলেন আহমদ (নবির 
	অপর নাম)। যিনি তাঁর শেষ বিচারের দিনে পরিত্রাতা হিসেবে সহায় হবেন।
	
	বিগত দিনের সকল নবি এই নবির উম্মত হতে চান। সকলেই তাঁর দামন (বস্ত্রের অগ্রভাগ) ধরে 
	পার হয়ে যাবেন পুলসিরাত (পারলৌকিক সেতু যা পার না-হয়ে হাশরের ময়দান থেকে বেহেশতে যাওয়া যাবে 
	না)।
	
	হাশরের ময়দানের দিনে যখন সবাই পাপের শাস্তি ভোগের ভয়ে কাঁদবেন, সবাই যখন  নফ্সি য়্যা নফ্স (হে আল্লাহ আমাকে বাঁচাও) 
	বলে আর্তনাদ করতে থাকবেন, তখন নিজের চিন্তা বাদ দিয়ে নবি তাঁর উম্মতের চিন্তায় ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে আল্লাহ্র দরবারে 
	মোখতার (উম্মতের পক্ষে উকালতি করবেন যিনি) হয়ে ফরিয়াদ জানাবেন। তাঁর সাথে 
	আল্লাহর আরশ ধরে কাঁদবেন মা ফাতিমা (নবির প্রিয় কন্যা), তাঁর পুত্র হোসেনের 
	হত্যাকারীদের পাপের শাস্তি থেকে রেহাই দেওয়ার জন্য।
	
	কবি মনে করেন, নবির উম্মত হয়ে যেদিন তিনি কলেমা পড়েছেন, সেদিনই  তাঁর কাছে 
	দোজখ হারাম (নিষিদ্ধ) হয়ে গেছে। সেদিন থেকেই তিনি হয়ে গেছেন কোরানের বিজয় 
	পতাকার বরদার (বাহক)।
  
	- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। '
	গুলবাগিচা'
	গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩]  গানটি 
	প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস
  
	- গ্রন্থ:
	
		- 
		গুলবাগিচা 
		
			- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩]। সিন্ধু-ভৈরবী-কার্ফা। পৃষ্ঠা: 
				৯৮
 
			- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। 
	জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৮০।  সিন্ধু-ভৈরবী-কার্ফা। পৃষ্ঠা ২৭৩-২৭৪]
			
 
		
 
		- গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল 
		ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা 
		১১৫৭
 
	
 
	- রেকর্ড: মেগাফোন। জুলাই ১৯৩৪ (আষাঢ়-শ্রাবণ ১৩৪১) । জেএনজি ১২৪।  শিল্পী: শেখ মোহন
	
 
 
	- পর্যায়:
	- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। ইসলামি গান। নাত-এ রসুল