বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: উম্মত আমি গুনাহগার তবু ভয় নাহি রে আমার
রাগ: সিন্ধু-ভৈরবী, তাল: কাহার্বা
উম্মত আমি গুনাহগার তবু ভয় নাহি রে আমার।
আহম্দ আমার নবী যিনি খোদ্ হবিব খোদার॥
যাঁহার উম্মত্ হ'তে চাহে সকল নবী,
তাঁহারি দামন ধরি' পুলসরাত হব পার॥
কাঁদিবে রোজ হাশরে সবে
যবে 'নফ্সি য়্যা নফ্সি' রবে,
'য়্যা উম্মতী' ব'লে একা কাঁদিবেন আমার মোখতার॥
কাঁদিবেন সাথে মা ফাতেমা ধরিয়া আরশ্ আল্লার।
হোসায়নের খুনের বদ্লায় মাফী চাই পাপী সবাকার।
দোজখ্ হয়েছে হারাম যে-দিন পড়েছি কলেমা।
যেদিন হয়েছি আমি কোরানের নিশান-বর্দার॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। '
গুলবাগিচা'
গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩] গানটি
প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস
- গ্রন্থ:
-
গুলবাগিচা
- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩]। সিন্ধু-ভৈরবী-কার্ফা। পৃষ্ঠা:
৯৮
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা।
জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৮০। সিন্ধু-ভৈরবী-কার্ফা। পৃষ্ঠা ২৭৩-২৭৪]
- রেকর্ড: মেগাফোন। জুলাই ১৯৩৪ (আষাঢ়-শ্রাবণ ১৩৪১) । জেএনজি ১২৪। শিল্পী: শেখ মোহন