বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: এসো মা দশভুজা দশহাতে কল্যাণ আন দশভুজা
এসো মা দশভুজা
দশহাতে কল্যাণ আন দশভুজা
মৃত্যুঞ্জয় ঘরণী! মৃতজনে অমৃত দান।
নিরাশ প্রাণে দেও আশা
মৃক্জনে দাও ভাষা
আঁধার মহিষাসুর বুকে আলোর ত্রিশূল হান॥
দেও জয় বরাভয়, শক্তি, তেজ, প্রেম, প্রীতি
দনুজদলনী! শাপ মুক্ত কর ক্ষিতি,
এলে যদি আর বার মাগো
ভক্তের হৃদি মাঝে জাগো
দুঃখ শোক আর দিও না গো
                তারিণী সন্তানে ত্রাণ॥