বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কৃষ্ণ কৃষ্ণ বল্ রসনা রাধা রাধা বল্
কৃষ্ণ কৃষ্ণ বল্ রসনা রাধা রাধা বল্,
রাধাকৃষ্ণ
রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ বল্॥
যোগে খোঁজেন শিব কৃষ্ণ-গোবিন্দে
ব্রহ্মা পূজেন রাধা-চরণারবিন্দে,
অধরা যুগল চাঁদে ধরিল প্রেমের ফাঁদে গোপ গোপীদল॥
(মোর) শ্রীকৃষ্ণে থাকে যেন অটল মতি
সেই মতি দেন্ মোর রাধা শ্রীমতী,
মন-বৃন্দাবনে ফোটে কৃষ্ণ নামের ফুল
─
ঝরায়ে সে-ফুল রাই দেন সবে প্রেম-ফল॥
রাধাকৃষ্ণ বল্ ওরে নর-নারী
সংসার বনে তোরা যেন শুক-শারি,
তার, পরানে নিত্য রাস-রসের উল্লাস
─
যাহার হৃদয়ে দোলে মূরতি যুগল॥
- ভাবসন্ধান: রাধাকৃষ্ণের প্রতি অবিচল ভক্তির মহিমা এই গানে
উপস্থাপন করা হয়েছে। বৈষ্ণব ভক্তরা মনে করেন তাঁদের নামজপের মধ্যেই রয়েছে সবকিছু
পাওয়ার মহিমা। নাম-স্মরণ, যুগলমূর্তির ধ্যান, আর ভক্তসঙ্গ এই সবই ভক্তকে
সংসারের বন্ধন থেকে মুক্ত করে প্রেমানন্দে ভরিয়ে তোলে। তাই কবি রাধাকৃষ্ণ নাম জপে উদ্বুদ্ধ করতে চেয়েছেন বৈষ্ণবপন্থীদের।
এই নামের মহিমা উপস্থাপনের জন্য উদাহরণ হিসেবে কবি উল্লেখ করেছেন -শিব তাঁর
যোগের সাধনায় কৃষ্ণকে খোঁজেন। আবার ব্রহ্মা পূজা করেন রাধার চরণ। এই
রাধাকৃষ্ণের যুগলমূর্তি যেন অধরা যুগল চাঁদ। বৃন্দাবনের জনপদাবাসীরা তাঁদের
প্রেমের ফাঁদে ফেলে যুগলমূর্তি ধরে রেখেছিলেন।
কবির প্রার্থনা- তাঁর মন যেন শ্রীকৃষ্ণে অটল থাকে, আর কৃষ্ণভক্তিতে অটল থাকার
প্রেরণা দান করেন শ্রীমতী
রাধা। যেন কবির হৃদয়ের বৃন্দাবনে কৃষ্ণনামের ফুল ফুটে ওঠে, আর সেই ফুল থেকে রাধা
বর্ষণ করেন প্রেমফল।
সংসারের জটিল পথ পরিক্রমায় শুকশারি মতো- কবি সবাইকে রাধাকৃষ্ণের নাম জপ করার
অনুরোধ করেছেন। কারণ যাঁর হৃদয়ে এই যুগলমূর্তি দোল খায়, তার অন্তরে নিত্য বয়ে
চলে রাসলীলার আনন্দ-তরঙ্গ।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৪০ বঙ্গাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৭)
মাসে এইচএমভি কোম্পানি গানটির রেকর্ড করেছিল। এই
সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ৫ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১২১৪। পৃষ্ঠা: ৩৬৯।
- রেকর্ড:
-
এইচএমভি [নভেম্বর ১৯৪০ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৭)। এন ২৭০৪৫। শিল্পী: কে
মল্লিক ও মিস্ অনিমা (বাদল)। সুর: কমল দাশগুপ্ত]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান মুর্শেদ
[নজরুল
সঙ্গীত স্বরলিপি সাতচল্লিশতম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট। ফাল্গুন ১৪২৫/ফেব্রুয়ারি
২০১৯] পৃষ্ঠা: ৩৯-৪০।
[নমুনা]
- পর্যায়
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গত। সনাতন হিন্দু ধর্ম। বৈষ্ণব। রাধাকৃষ্ণ।
বন্দনা
- সুরাঙ্গ: ভজন
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: মপ