বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কৃষ্ণ কৃষ্ণ বল্ রসনা রাধা রাধা বল্
কৃষ্ণ কৃষ্ণ বল্ রসনা রাধা রাধা বল্,
রাধাকৃষ্ণ
রাধাকৃষ্ণ রাধাকৃষ্ণ বল্॥
যোগে খোঁজেন শিব কৃষ্ণ-গোবিন্দে
ব্রহ্মা পূজেন রাধা-চরণারবিন্দে,
অধরা যুগল চাঁদে ধরিল প্রেমের ফাঁদে গোপ গোপীদল॥
(মোর) শ্রীকৃষ্ণে থাকে যেন অটল মতি
সেই মতি দেন্ মোর রাধা শ্রীমতী,
মন-বৃন্দাবনে ফোটে কৃষ্ণ নামের ফুল
─
ঝরায়ে সে-ফুল রাই দেন সবে প্রেম-ফল॥
রাধাকৃষ্ণ বল্ ওরে নর-নারী
সংসার বনে তোরা যেন শুক-শারি,
তার, পরানে নিত্য রাস-রসের উল্লাস
─
যাহার হৃদয়ে দোলে মূরতি যুগল॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৪০ বঙ্গাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৭)
মাসে এইচএমভি কোম্পানি গানটির রেকর্ড করেছিল। এই
সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ৫ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১২১৪। পৃষ্ঠা: ৩৬৯।
- রেকর্ড:
- এইচএমভি [নভেম্বর ১৯৪০ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৭)। এন ২৭০৪৫। শিল্পী: কে
মল্লিক ও মিস্ অনিমা (বাদল)। সুর: কমল দাশগুপ্ত]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান মুর্শেদ
[নজরুল
সঙ্গীত স্বরলিপি সাতচল্লিশতম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট। ফাল্গুন ১৪২৫/ফেব্রুয়ারি
২০১৯] পৃষ্ঠা: ৩৯-৪০।
[নমুনা]
- পর্যায়
- বিষয়াঙ্গ: ভক্তি (সনাতন হিন্দু ধর্ম, বৈষ্ণব)
- সুরাঙ্গ: ভজন
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: মপ