বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কে বলে মোর মাকে কালো,
কে বলে মোর মাকে কালো, মা যে আমার জ্যোতিমর্তী।
কোটি চন্দ্র সূর্য তারা নিত্য করে যার আরতি॥
কালো রূপের মায়া দিয়ে
মহামায়া রয় লুকিয়ে,
মায়ের শুভ্ররূপ দেখেছে শুভ্র শুচি যার ভকতি॥
যোগীন্দ্র যাঁর চরণ-তলে ধ্যান করে রে যাঁর মহিমা,
দু'টি নয়ন-প্রদীপ জ্বেলে খুঁজি সেই অসীমার সীমা।
সাজিয়ে কালী গৌরী মাকে
পূজা করি তমসাকে,
মায়ের শুভ্ররূপ দেখেছে শুভ্র শুচি যার ভকতি॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৫ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪২) মাসে, টুইন
রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৬ মাস।
- গ্রন্থ:
-
নজরুল-সংগীত সংগ্রহ
[রশিদুন্ নবী সম্পাদিত। কবি
নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮।
গান
১৩১৮। পৃষ্ঠা ৩৭০]
- রেকর্ড টুইন [ডিসেম্বর ১৯৩৫ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪২)]। এফটি ৪১৭২। শিল্পী
দেবেন বিশ্বাস
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান মুর্শেদ। [নজরুল
সঙ্গীত স্বরলিপি ছেচল্লিশতম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট। [ফাল্গুন
১৪২৫/ফেব্রুয়ারি ২০১৯] পৃষ্ঠা: ৩৪-৩৬। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত [সনাতন হিন্দু ধর্ম, শাক্ত]
- সুরাঙ্গ: রামপ্রসাদী
- তাল:
তেওরা
- গ্রহস্বর: নসা