বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কেন আমায় আন্লি মাগো মহাবানীর সিন্ধু কূলে
কেন আমায় আন্লি মাগো
মহাবানীর সিন্ধু কূলে।
মোর ক্ষুদ্র ঘটে এ সিন্ধু-জল কেমন ক'রে নেবো তুলে॥
চতুবের্দে এই সিন্ধুর জল
ক্ষুদ্র চারিবিন্দু হয়ে করছে টলমল,
এই বাণীরই
বিন্দু যে মা গ্রহ তারা গগন মূলে।
ইহারই
বেগ ধরতে শিরে, শীবের জটা পড়ে খুলে॥
অনন্তকাল রবি-শশী এই সে-মহাসাগর হ'তে,
সোনার ঘটে রসের ধারা নিয়ে ছড়ায় ত্রিজগতে।
বাঁশিতে মোর স্বল্প এ আধারে
অনন্ত সে-বাণীর ধারা ধরতে কি মা পারে?
শুনেছি মা হয় সীমাহীন ক্ষুদ্রও
তোর চরণ ছুঁলে॥
-
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না।
- গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন
২০১৮। গান ১২১৯। পৃষ্ঠা ৩৭১]