বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কোন্ কুসুমে তোমায় আমি পূজিব নাথ বল
কোন্ কুসুমে তোমায় আমি পূজিব নাথ বল বল।
তোমার পূজার কুসুম-ডালা সাজায় নিতি বনতল॥
কোটি তপন চন্দ্র তারা
খোঁজে যা'রে তন্দ্রাহারা,
খুঁজি তা'রে ল'য়ে আমার, ক্ষীণ এ-নয়ন ছলছল॥
বিশ্ব-ভুবন দেউল যাহার
কোথায় রচি মন্দির তাঁর,
লও চরণে ব্যথায়-রাঙা আমার হৃদয়-শতদল॥
- ভাবসন্ধান: এই গানে বিশ্ববিধাতার অর্চনাকে উপস্থাপন করা হয়েছে পরম
ভক্তি-অর্ঘ নিবেদনের আকাঙ্ক্ষায়। পরমসত্তাকে কোন ভক্তিপুষ্প দিয়ে পূজা করবেন এই ভেবে কবি দিশাহারা।
এই মহা বিশ্বের সকলেই তাঁকে ভক্তিতে প্রণতি জানায়। বনভূমি বনপুষ্পের
ডালা সাজিয়ে নিবেদন করে তাঁকে। মহাকাশের অগণন নক্ষত্র, গ্রহ-উপগ্রহ
নিদ্রাহীন চোখে খোঁজে তাঁকে, খোঁজেন কবিও তাঁর জলভরা ক্ষীণ নয়নে।
কবি মনে করেন
বিশ্বভুবনই তাঁর বিপুল বিরাট অন্তহীন মন্দির। সেখানে ক্ষুদ্র এই কবি তাঁর জন্য
পৃথক কোনো মন্দির গড়ে তোলার ঠাঁই খুঁজে পান না। তাই তিনি ব্যর্থ পূজারীর ব্যথা
নিয়ে তাঁর হৃদকমলকেই নিবেদন করতে চেয়েছেন পরম শ্রদ্ধার্ঘ হিসেবে।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। মেগাফোন রেকর্ড কোম্পানির সাথে কবির
চুক্তি অনুসারে এই গানটির রেকর্ড করা হয়েছিল ১৯৩৩ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র ১৩৩৯-বৈশাখ
১৩৪০)
মাসে। পরে রেকর্ডটি প্রকাশিত হয় নি। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৩
বৎসর ১০
মাস।
- গ্রন্থ:
-
গুলবাগিচা'
- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। ভজন। পৃষ্ঠা: ১৮
১৬]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা।
জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ১৫। ভজন। পৃষ্ঠা ২৩৪]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১২২৫। রাগ: বাগেশ্রী মিশ্র, তাল: কাহার্বা। পৃষ্ঠা: ৩৭৩]
- রেকর্ড:
মেগাফোন [এপ্রিল ১৯৩৩ (চৈত্র ১৩৩৯-বৈশাখ
১৩৪০)। শিল্পী: তকরীমউদ্দীন। রেকর্ডটি প্রকাশিত হয় নি]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দু ধর্ম। সাধারণ। পরমসত্তা