বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম:  উচ্ছে নহে, ঝিঙে নহে, নহে সে পটল ব্রজের আলু
			
				
					
					           
					উচ্ছে নহে, ঝিঙে নহে, নহে সে পটল ব্রজের আলু
					           
					পিয়া হতে জনম তাই পি'য়াজ সুডোল ব্রজের আলু
					॥
					
					           
					
					রসঘন রসুনের সে গন্ধতুত দাদা, ও দাদা
					           
					রস কিছু কম হলে হতো আম আদা, ও দাদা
সে         আরো খানিক ডাগর 
		হলে ঐ হতো ওল, ব্রজের আলু॥
		
					
					            
					
					পরম বৈষ্ণব সে যে ফল-দল মাঝে- ও দাদা
					           
					হের তার শিরে চৈতন-চুটকী বিরাজে- ও দাদা
					আবার    মাথাটি বাবাজীর মতো চাঁচাছোলা গোল
তার       মাথাটি বাবাজীয় মতো চাঁচা 
		ছোলা গোল, ব্রজের আলু॥
					
					কাঁদে      
					ছল ক'রে সব বিরহিণী ইহাকে 
		থ্যাত্লাতে- ও দাদা
           
					চক্ষু বুজে পণ্ডিতে খান, বলেন 'আলুভাতে' - ও দাদা
ওরে      পাতে তুলেছি তুলব জাতে ব'দলে এবার 
		ভোল, ব্রজের আলু॥   
			
		
	
	- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু 	জানা যায় না।  
	১৯৩৫ খ্রিষ্টাব্দের ১৮ সেপ্টেম্বর (বুধবার, ১ আশ্বিন ১৩৪২) এইচএম রেকর্ড কোম্পানি'র সাথে নজরুলের চুক্তি হয়েছিল।
	 এই চুক্তিপত্রে গানটি ছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর 
		৪ মাস। 
 
- রেকর্ড:
	
	
	- এইচএমভির সাথে চুক্তিপত্র। [১৮ সেপ্টেম্বর ১৯৩৫ (বুধবার, 
১ আশ্বিন ১৩৪২)]
- এইচএমভি। জানুয়ারি 
১৯৩৬ (১৬ পৌষ-১৭ মাঘ ১৩৪২)। 
এন 
	৭৪৭৭। শিল্পী: রঞ্জিত রায়
 
 
- স্বরলিপি ও স্বরলিপিকার:
	
- পর্যায়: 
	
		- বিষয়াঙ্গ: কৌতুক গান (পিয়াঁজ বন্দনা)
- সুরাঙ্গ: 
স্বকীয় বৈশিষ্ট্যের সুর