বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: খোদার রহম চাহ যদি নবীজীরে ধর
         খোদার রহম চাহ যদি নবীজীরে ধর।
         নবীজীরে মুর্শিদ কর নবীর কলমা পড়॥
                আল্লা যে ভাই অসীম সাগর
                কয়জন জানে তাঁহার খবর,
(যদি)   এ সাগরে যাবে, নবী নামের নায়ে চড়॥
         নবীর সুপারিশ বিনা আল্লার দরবারে কেউ যেতে নাহি পারে,
         ও ভাই আল্লা যেন সুর সেই সুরে সুমধুর বাজে নবীর বীণা তারে।
         আল্লা নামের ঝিনুকে ভাই মুক্ত যেন নবী
         আল্লা নামের আসমানে ভাই নবী যেন রবি,
         প্রিয় মোহাম্মদের নামরে ভাই আল্লা তালার চাবি
         খোদা দয়া করবেন সদা নবীরে সার কর॥