বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: গাহে আকাশ পবন নিখিল ভুবন
গাহে আকাশ পবন নিখিল ভুবন (গাহে) তোমারই নাম।
সাগর নদী বন উপবন (গাহে) তোমারই নাম॥
মধুর তোমার গানের নেশায়
ঘোর লাগে ঐ গ্রহ-তারায়,
অনন্ত কাল ঘুরিয়া বেড়ায়
─ ঘিরি' অসীম গগন॥
তোমার প্রিয় নামে, হে বঁধু,
ফুলের বুকে পুরে মধু।
তোমার নামের মাধুরী মাখি'
গান গেয়ে যায় বনের পাখি,
নিখিল পাগল ও নাম ডাকি'
─ কোটি চন্দ্র তপন॥
-
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৫ খ্রিষ্টাব্দে সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪২) মাসে, এইচএমভি
রেকর্ড কোম্পানি এই গানটির রেকর্ড প্রথম প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর
৩ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২) -এর ১২৫৫ সংখ্যক গান। পৃষ্ঠা:
৩৮২।
- রেকর্ড: এইচএমভি [সেপ্টেম্বর ১৮৩৫ (ভাদ্র-আশ্বিন ১৩৪২)]। এন ৭৪১৪। শিল্পী: মিস্ প্রমোদা।
- স্বরলিপি ও স্বরলিপিকার: সেলিনা হোসেন
[নজরুল সঙ্গীত স্বরলিপি, তেতাল্লিশতম খণ্ড, আষাঢ় ১৪২৫] গান সংখ্যা ৫। পৃষ্ঠা:
৩৫-৩৭ [নমুনা]
- পর্যায়:
]
সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: র [স্বরলিপিতে নির্দেশিত আছে, মধ্যমকে স ধরে
গাইতে হবে]