বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ঘন গগন ঘিরিল ঘন ঘোর
ঘন গগন ঘিরিল ঘন ঘোর।
শাওন-ধারা ঘন-শ্যাম-বরণ চরণ লাগি' ঝর ঝরে অঝোর্॥
কুহু কেকা গাছে চম্পা শাখে (গো)
বিরহী বেণু
ডাকে প্রিয়তমাকে১ (গো),
মেঘ-মাঝে খুঁজে ফিরে সৌদামিনী কোথা লুকালো প্রিয়-ঘন চিতচোর
॥
রহে না মন ঘরে অন্ধকারে
অভিসারে যেতে
চায় বন-'পারে,
ঝুরে মৌন ব্যথায় কাননে কেতকী কাঁদে চিত-চাতকী কোথা শ্যাম কিশোর॥
১. কাহাকে
- ভাবার্থ: এই গানে ঘন বর্ষার একটি নিটল চিত্র উপস্থাপন করা হয়েছে
শৃঙ্গার রসের ভাবাবেগে। এ গানের শ্রাবণের অঝোর ধারায়- ডাহুক, ময়ূর, মেঘ, রুদ্ধ
ঘরে অভিসারিকা-পিয়াসী নায়িকা এই শৃঙ্গার রসে সিক্ত।
শ্রাবণের মেঘাচ্ছন্ন আকাশ থেকে অবিরল জলধারা নেমে আসে- যেন শ্যামলবরণ
প্রকৃতি দেবতার পায়ে আত্ম-নিবেদনের জন্য। প্রকৃতি হয়ে ওঠে যেন শৃঙ্গার রসের
আধার। তাই চম্পা গাছে ডাহুকী, ময়ূর ডাকে তার প্রিয়তমাকে, মেঘের মাঝে বিদ্যুৎ
কন্যা খুঁজে বেড়ায় প্রিয়-ঘন চিতচোর প্রেমিককে। রুদ্ধ ঘরে নায়িকার মনে জেগে উঠ
অভিসারের বাসনা। মিলন-পিয়াসী কেতকী অব্যক্ত বিরহবেদনায় কাঁদে। শৃঙ্গারস
আস্বাদনের আশায় কাঁদে চাতকরূপী মনোপাখি, খোঁজে শ্যামরূপী কিশোর নায়ককে।
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। উল্লেখ্য ১৯৫২
খ্রিষ্টাব্দের প্রথম থেকে নজরুল পুরোপুরি নির্বাক ও স্থবির হয়ে গিয়েছিলেন।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১২৬৬।
রাগ: দেশ, তাল: ত্রিতাল। পৃষ্ঠা: ৩৮৫]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রকৃতি ও প্রেম