বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: ঘন-ঘোর-মেঘ-ঘেরা দুর্দিনে ঘনশ্যাম 
	
		
			 ঘন-ঘোর-মেঘ-ঘেরা দুর্দিনে ঘনশ্যাম ভূ-ভারত চাহিছে তোমায়।
ধরিতে ধরার ভার নাশিতে এ হাহাকার আরবার এসো এ ধরায়॥
			                নিখিল মানবজাতি কলহ ও দ্বন্দ্বে
               
	পীড়িত শ্রান্ত আজি কাঁদে নিরানন্দে,
শঙ্খপদ্ম হাতে এ ঘোর তিমির-রাতে তিমির-বিদারী এসো অরুণ-প্রভায়॥
			বিদূরিত কর এই নিরাশা ও ভয়, মানুষে মানুষে হোক প্রেম 
	অক্ষয়।
কলিতে দলিতে এসো এই দুখ-পাপ-তাপ আন বর সুন্দর, শেষ হোক অভিশাপ,
গদা ও চক্র করে অরিন্দম এসো, হত-মার দুবর্ল মাগিছে সহায়॥
		
	
		- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে 
		সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের মে (বৈশাখ-জ্যৈষ্ঠ 
	১৩৪০)মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই 
		সময় নজরুলের বয়স ছিল  ৩৩
		বৎসর ১১
		মাস।
  
		- গ্রন্থ:
		
			- 
			
			গুলবাগিচা
				- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। দেশ-জয়জয়ন্তী-একতালা। পৃষ্ঠা: 
				৬৭] 
 
				- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। 
	জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৬০।  দেশ-জয়জয়ন্তী-একতালা। পৃষ্ঠা ২৬০]
				
 
			
 
		
		
			- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা 
					১২৬৭। রাগ: দেশ, তাল: কাহারবা। পৃষ্ঠা: 
					৩৮৫।]
 
		
 
		- রেকর্ড: এইচএমভি [মে ১৯৩৩ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪০)। এন ৭১০৮। শিল্পী 
					কে মল্লিক]
  
	- স্বরলিপি ও স্বরলিপিকার: 
	
 
	- পর্যায়:
		- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম, 
বৈষ্ণব)
 
		- সুরাঙ্গ: ভজন
 
		- রাগ:
		দেশ
 
		- তাল: 
		
		কাহারবা  
 
		- গ্রহস্বর: 
		 পন্