বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: ঘন-ঘোর-মেঘ-ঘেরা দুর্দিনে ঘনশ্যাম
ঘন-ঘোর-মেঘ-ঘেরা দুর্দিনে ঘনশ্যাম ভূ-ভারত চাহিছে তোমায়।
ধরিতে ধরার ভার নাশিতে এ হাহাকার আরবার এসো এ ধরায়॥
নিখিল মানবজাতি কলহ ও দ্বন্দ্বে
পীড়িত শ্রান্ত আজি কাঁদে নিরানন্দে,
শঙ্খপদ্ম হাতে এ ঘোর তিমির-রাতে তিমির-বিদারী এসো অরুণ-প্রভায়॥
বিদূরিত কর এই নিরাশা ও ভয়, মানুষে মানুষে হোক প্রেম
অক্ষয়।
কলিতে দলিতে এসো এই দুখ-পাপ-তাপ আন বর সুন্দর, শেষ হোক অভিশাপ,
গদা ও চক্র করে অরিন্দম এসো, হত-মার দুবর্ল মাগিছে সহায়॥
- ভাবসন্ধান: ব্রিটিশ শাসনাধীন পরাধীন ভারতের নিপীড়িত মানুষের
তমসাচ্ছন্ন দুর্দশা
দূর করার জন্য কবি জগতের পালকর্তা বিষ্ণুর অবতার কৃষ্ণকে আহ্বান করেছেন এই গানের মাধ্যমে। যেন অসহায়
ভারতবাসীদের কল্যাণে তিনি আবার অবতীর্ণ হন কলির কৃষ্ণাবতার হয়ে।
ব্রিটিশের বিশাল ঔপনিবেশিক শাসনাধীন পৃথিবীর প্রায় সকল জাতিগোষ্ঠী,
ভারতবাসীর মতো আত্মকলহে মগ্ন হয়ে অন্যায়, নিপীড়ন এবং অশান্তির দাবানলে পুড়ে
শ্রান্ত হয়ে পড়েছিল। ভারতবাসীর পাশাপাশি তিনি নিখিল মানবজাতির
অন্ধকারাচ্ছন্ন দুর্দশা থেকে মুক্তি দেওয়ার জন্য এই কলির নবকৃষ্ণকে আহ্বান
করেছেন- শঙ্খপদ্ম (শান্তি ও অভয়ের প্রতীক) হাতে, যেন তিনি অন্ধকার বিদারী
অরুণ-প্রভার মতো আবির্ভূত হয়ে জনমনের হতাশার অন্ধকার অপসারিত করে আশার আলোতে
উদ্ভাসিত করেন জগৎসংসার কে।
যেন তিনি নিরাশা ও ভয়ের অন্ধাকার দূর করে সবার মধ্যে মানব প্রেমের
অক্ষয় মহিমা প্রতিষ্ঠিত করেন। যেন এই ঘোর কলিকালে অত্যাচারিতের দুখ-পাপ-তাপ
দলিত করে সর্বাঙ্গ সুন্দরের অভয় বাণী প্রতিষ্ঠিত করেন। কবির কামনা তাঁর
আবির্ভাবে অবসান হোক সকল অভিশাপ। অসুর বিনাশী গদা ও চক্র হাতে তিনি যেন
আবির্ভূত হন অরিন্দম (অরি তথা শত্রুকে দমন করেন যিনি) রূপে। মারের (বৌদ্ধ
অশুভ শক্তির দেবতা) আঘাতে হত জনপদবাসীর কল্যাণের জন্য, কবি কৃষ্ণকে আহ্বান
করেছেন অসহায় মানুষকে উদ্ধারের জন্য।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের মে (বৈশাখ-জ্যৈষ্ঠ
১৩৪০) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৩
বৎসর ১১
মাস।
- গ্রন্থ:
-
গুলবাগিচা
- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। দেশ-জয়জয়ন্তী-একতালা। পৃষ্ঠা:
৬৭]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা।
জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৬০। দেশ-জয়জয়ন্তী-একতালা। পৃষ্ঠা ২৬০]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১২৬৭। রাগ: দেশ, তাল: কাহারবা। পৃষ্ঠা:
৩৮৫।]
- রেকর্ড: এইচএমভি [মে ১৯৩৩ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪০)। এন ৭১০৮। শিল্পী
কে মল্লিক]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম,
বৈষ্ণব। কৃষ্ণাবতার। জগৎকল্যাণরূপী
- সুরাঙ্গ: ভজন
- রাগ:
দেশ
- তাল:
কাহারবা
- গ্রহস্বর:
পন্