বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: চম্পক-বরণী চলমল তরণী
রাগ: গৌড় সারং, তাল: কাওয়ালি
চম্পক-বরণী
চলমল তরণী,
চলে শ্যামা তরুণী
যৌবন-গরবী॥
ডাকে দূর পারাবার
ডাকে তা'রে বন-'পার,
লালসে ঝরে তার
─
পায়ে রাঙা করবী॥
চলে বালা দুলে দুলে
এলো-খোঁপা পড়ে খুলে,
চাহে ভ্রমর কুসুম ভুলে'
─
তনুর তার সুরভি॥
নাচের ছন্দে দোদুল
টলে তা'র চরণ চটুল,
হরিণী চায় পথ-বেভুল
─
মায়া-লোক-বিহারিণী রচি'
চলে ছায়া-ছবি॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। '
গুলবাগিচা'
গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩] গানটি
প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস
- গ্রন্থ:
-
গুলবাগিচা
- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। গৌড় সারং-কাওয়ালী। পৃষ্ঠা:
৭৬]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা।
জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৬৭। গৌড় সারং-কাওয়ালি। পৃষ্ঠা ২৬৫]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১২৮২।
রাগ: গৌড় সারং, তাল: কাওয়ালি। পৃষ্ঠা:
৩৮৯।]