বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: চির-আপনার তুমি হে হরি
চির-আপনার তুমি হে হরি।
তুমি ভুলো না ষদি আমি রই পাশরি'॥
আমি ভুলিয়া যদি কভু রহি ঘুমে
তুমি ঘুম ভাঙাও মোর আঁখি চুমে,
তুমি আমি এক তরীতে তরি ॥
আমার বাঁধন মোচন মাঝে
হরি হে তোমারও মুকুতি রাজে,
তুমি জীবনে আমার আছ প্রাণ ধরি'॥