বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ওকি ঈদের চাঁদ গো! চলে মদিনারই পথে গো
ওকি ঈদের
চাঁদ গো! চলে মদিনারই পথে গো!
ষেন
হাসিন্ য়ুসোফ্
ফিরে এলো ফিরদৌস হতে গো॥
যাহারা তার
রূপ দেখে তারা ঝুরিছে আস্মানে
গুল ভুলে
তাই বুলবুলি চেয়ে আছে গুলিস্তানে।
বুঝি বেহেশ্তেরই
বাদশাজাদা এলো সোনার রথে গো॥
সাদা
কবুতরের মত চরণ দুটি ছুঁয়ে,
গোলাপ চাঁপা
উঠছে ফুটে ধূলিমাখা ভুঁয়ে গো।
সেই
চাঁদের মুখে
জোছনা সম খোদার কালাম ঝরে
তা'র
রূপ দেখে,
তা'র গুণ শুনে মোর মন রহে না ঘরে লো,
আমি
উন্মাদিনী সেই
মাদানী নবীর মোহব্বতে গো॥
-
রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৪) মাসে, এইচএমভি রেকর্ড
কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল
৩৮ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট। ফেব্রুয়ারি ২০১২)। ১৩০২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৯৫।
- অগ্রন্থিত গান: নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ (একাদশ খণ্ড), বাংলা
একাডেমী। ১১ জ্যৈষ্ঠ ১৪১৭, ২৫শে মে ২০১০। গান সংখ্যা ৩। পৃষ্ঠা: ৪।
- রেকর্ড: এইচএমভি [জুন ১৯৩৭ (জ্যৈষ্ঠ্-আষাঢ় ১৩৪৩)। এন ৯৯০৬। রাবেয়া খাতুন। সুর।
নজরুল] [চিত্র]