বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ওকি ঈদের চাঁদ গো! চলে মদিনারই পথে গো
ওকি ঈদের
চাঁদ গো! চলে মদিনারই পথে গো!
ষেন
হাসিন্ য়ুসোফ্
ফিরে এলো ফিরদৌস হতে গো॥
যাহারা তার
রূপ দেখে তারা ঝুরিছে আস্মানে
গুল ভুলে
তাই বুলবুলি চেয়ে আছে গুলিস্তানে।
বুঝি বেহেশ্তেরই
বাদশাজাদা এলো সোনার রথে গো॥
সাদা
কবুতরের মত চরণ দুটি ছুঁয়ে,
গোলাপ চাঁপা
উঠছে ফুটে ধূলিমাখা ভুঁয়ে গো।
সেই
চাঁদের মুখে
জোছনা সম খোদার কালাম ঝরে
তা'র
রূপ দেখে,
তা'র গুণ শুনে মোর মন রহে না ঘরে লো,
আমি
উন্মাদিনী সেই
মাদানী নবীর মোহব্বতে গো॥
-
ভাবসন্ধান: ইসলাম ধর্মের প্রারম্ভিক কালে ইসলাম বিরোধীদের প্রবল বাধা এবং
অত্যাচারের কারণে- হজরত মুহম্মদ সাঃ) মক্কা ত্যাগ করে মদিনায় চলে যান। মক্কা
থেকে মদিনা যাওয়ার সময় কবি অতুলনীয় স্বর্গীয় সৌন্দর্যে অধিকারী নবি ইউসুফ
(আঃ)-এর সাথে মুহম্মদ (সাঃ)-এর সাথে মহিমান্বিত সৌন্দর্য উপস্থাপন
করেছেন এই গানে। কোনো এক নবি-অনুরাগিণীর অভিব্যক্তিই উপস্থাপিত
হয়েছে কবির ভাষায়।
এই অনুরাগিণী তাঁর রূপকল্পের মধ্য দিয়ে দেখছেন তাঁর- মুগ্ধ চোখে। তিনি
অনুভব করেছেন যেন নবির অনির্বচনীয় সৌন্দর্য দেখে আকাশের মুগ্ধ তারারা তাদের
সৌন্দর্যের গ্লানিতে কাঁদছে, গোলাপ বাগানের বুলবুলি পাখি গোলাপগুলোকে ভুলে
নবির দিকে চেয়ে আছে অনিমেষে। তারা ভাবছে যেন বেহেশ্তেরই বাদশাজাদা এসেছে সোনার
রথে চরে। তাঁর শ্বেত-কবুতরের মতো পায়ের ছোঁয়ায়- ধূলিমাখা ভুঁয়ে ফুটে উঠছে গোলাপ
চাঁপা সাদা কবুতরের মতো।
চাঁদ থেকে যেমন জ্যোৎস্না স্নিগ্ধ-মধুর ঝরে পড়ে, তেমন নবির চন্দ্রমুখ থেকে ঝরে
পড়ছে জোৎস্নারূপী খোদার কালাম। তাঁর রূপ দেখে তাঁর গুণ শুনে নবি-অনুরাগিণীর ঘরে
মন বসছে না। তাঁকে দেখার জন্য মদিনায় আগত নবির প্রেমে উন্মাদিনী হয়েছে উঠেছেন।
- রচনাকাল ও স্থান: গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৪) মাসে, এইচএমভি রেকর্ড
কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল
৩৮ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট। ফেব্রুয়ারি ২০১২)। ১৩০২ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৯৫।
- অগ্রন্থিত গান: নজরুল রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ (একাদশ খণ্ড), বাংলা
একাডেমী। ১১ জ্যৈষ্ঠ ১৪১৭, ২৫শে মে ২০১০। গান সংখ্যা ৩। পৃষ্ঠা: ৪।
-
রেকর্ড:
এইচএমভি [জুন ১৯৩৭ (জ্যৈষ্ঠ্-আষাঢ় ১৩৪৩)। এন ৯৯০৬। রাবেয়া খাতুন। সুর: নজরুল]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। ইসলাম ধর্ম। নাত-এ-রসুল