বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ওমা তোর চরণে কি ফুল দিলে পূজা হবে বল
ওমা তোর চরণে কি
ফুল দিলে পূজা হবে বল।
রক্ত-জবা
অঞ্জলি মোর হ'লো যে বিফল॥
বিশ্বে যাহা আছে মাগো
তাতেও পূজা হবে নাকো,
তাই তো
দুঃখে নয়নে মোর শুধুই আসে জল॥
মনের কোণে
অর্ঘ্য রচি' আঁধার ঘরে একা,
ডাকলে তোরে
সকল ভুলে দিবি না তুই দেখা।
তখন কি মা দুঃখ-হরা
শেষ হবে না অশ্রুধারা,
কি ফুলে
তোর পূজা হবে বল─
কেন করিস্ ছল॥
- ভাবসন্ধান: কালিকা দেবীর যথাযথ পূজা নিবেদনে কোনো ত্রুটি রয়েছে কিনা,
ভক্তের এই সংশয় থেকে এই গানের অবতারণা। প্রথাগত ভাবে কালীপূজায় অঞ্জলি হিসেবে দেওয়া হয়
রক্তজবা। কিন্তু ভক্তের ভয়, হয়তো দেবী এই অর্ঘ্য গ্রহণ করেন নি। দেবীর চরণে
দেবার মতো অসহায় ভক্তের চোখের জল ছাড়া অর্ঘ্য নিবেদনের উপযোগী বিশ্ব জগতের আর কোনো
কিছুই অবশিষ্ট নেই। এই অপূর্ণতাই ভক্তকে গভীরভাবে তাড়িত করে তোলে অনুক্ষণ।
মাতৃরূপিণী এই দেবীকে পার্থিব জগতের কোনো কিছুই তাঁর দেওয়ার মতো নেই। তাই ভক্ত
একা মনের কোণের অন্ধকারে বসে তাঁর ধ্যানলোকে অর্ঘ্য রচনা করেন। তাঁর ভাবনা- জীবনের
সকল চাওয়া-পাওয়ার বাসনা ত্যাগ করে দেবীকে একান্তে ডাকলে, হয়তো তিনি দেখা দেবেন।
হয়তো তখন দুঃখহরা মাতৃরূপিণী দেবী দর্শন দিয়ে দুঃখকে প্রশমিত করবেন। তাই দেবীর
কাছে ভক্ত জানতে চান, কোন ফুলে তাঁকে অঞ্জলি দিলে, তিনি তাঁর ভক্তের বাসনা পূর্ণ করে
দর্শন দেবেন।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮।
ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৩০৫।
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। শাক্ত। কালী। আত্মনিবেদন