বিষয়: নজরুল সঙ্গীত। শিরোনাম: ওরে অবোধ আঁখি! আর কতদিন
ওরে অবোধ আঁখি! আর কতদিন রইবি রূপে ভুলে।
অরূপ সাগর দেখলি না তুই দাঁড়িয়ে রূপের কূলে॥
যে সুন্দর চুপে চুপে
লীলা করেন রূপে রূপে, তুই দেখলি না সেই অপরূপে রূপের দুয়ার খুলে॥
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের
ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৪) এইচএমভি রেকর্ড কোম্পানি 'বিল্বমঙ্গল' একটি
রেকর্ড নাটক প্রকাশ করেছিল। এই নাটকে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে
প্রকাশিত হয়েছিল।
এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর ৬ মাস।
গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ ১৪১৭, ফেব্রুয়ারি ২০১১)।
১৩১৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৯৭]