বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: ওগো মুশির্দ পীর! বলো বলো রসুল 
	
		
ওগো মুর্শিদ পীর! বলো বলো রসুল কোথায় থাকে।
কোথায় গেলে কেমন ক'রে দেখতে পাব তাঁকে॥
       
	বেহেশ্ত-'পারে দূর আকাশে
       
	তাঁহার আসন খোদার পাশে,
সে এতই প্রিয়, আপনি খোদা লুকিয়ে তারে রাখে॥
কোরান পড়ি হাদিস শুনি, সাধ মেটে না তাহে,
আতর পেয়ে মন যে আমার ফুল দেখতে চাহে।
       
	সবাই খুশি ঈদের চাঁদে
       
	আমার কেন পরান কাঁদে,
দেখ্ব কখন আমার ঈদের চাঁদ 
			─ মোস্তফাকে॥ 
		
	
	- ভাবসন্ধান:	 সাধারণত ইসলাম ধর্মে হজরত মুহম্মদ (সাঃ)-কেই মুর্শিদ 
	বা ধর্মগুরু হিসেবে মান্য করা হয়। কিন্তু এই গানে কবির ধর্মশিক্ষককে  মুর্শিদ পীর 
	নামে অভিহিত করা হয়েছে। এই ধর্মগুরুর কাছে কবি জানতে চেয়েছে- মুর্শিদ পীরের 
	মুর্শিদ রসুল কোথায়? কোথায় গেলে কেমন করে তাঁর দেখা পাওয়া যাবে?
 
 এর উত্তরের বলা হয়েছে- দূর আকাশের পেরিয়ে যে বেহশ্ত রয়েছে- সেখানে রসুল 
	আল্লাহর পাশে বিরাজ করেন। তিনি এতই আল্লাহর প্রিয় যে, তিনি তাঁকে লুকিয়ে 
	রেখেছেন।
 
 কবি কোরান পড়েন, হদিস শোনেন, কিন্তু তাতে তাঁর মন ভরে না। তিনি নবিকে দেখতে চান। 
	ফুল-রূপী নবি হলেন সুরভিত-আতর। আর  তার সৌরভ হলো কোরান হাদিসের বাণী। এই 
	সৌরভে তাঁর মন ভরে না বলেই ফুল-রূপী নবিকে দেখতে চান।
 
 ঈদের চাঁদ দেখে ঈদের আনন্দোৎসবের খুশিতে সবাই মেতে ওঠেন। কিন্তু কবির মন 
	ব্যথাতুর হয়ে ওঠে। কবির কাছে প্রকৃত ঈদের চাঁদ মোস্তফা মুহম্মদ (সাঃ)। তিনি 
	প্রত্যাশায় থাকেন কখন হবে তাঁর নবি-দর্শন। তাঁর আকাঙ্ক্ষারা সাথে নবির 
	মহিমার সামান্য নিদর্শন পাওয়া যায় বটে। তবুও এই গানকে নাত-এ-রসুল বলা যেতে পারে।
 
- রচনাকাল ও স্থান:  
		গানটির 
		রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
মোহাম্মদী পত্রিকরা 'কার্তিক ১৩৪৬ (অক্টোবর-নভেম্বর ১৯৩৯) সংখ্যায় গানটি 
	প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৫ মাস। 
 
- গ্রন্থ:
	
		- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান 
			১৩২৪। তাল: দাদ্রা। পৃষ্ঠা ৪০১] 
 
- পত্রিকা: মোহাম্মদী [কার্তিক ১৩৪৬ (অক্টোবর-নভেম্বর ১৯৩৯)]
- রেকর্ড: টুইন [এপ্রিল ১৯৪৪ (চৈত্র 
		১৩৪৯-বৈশাখ ১৩৫০)]। এফটি ১৩৯৩৭।
	শিল্পী: দুলি বিবি
 
- স্বরলিপিকার ও স্বরলিপি: 
পর্যায়:
		- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। ইসলাম ধর্ম। প্রার্থনা। নাত-এ-রসুল
- সুরাঙ্গ:
			স্বকীয় বৈশিষ্ট্যের গান
- তাল: 
		
		কাহারবা 
- গ্রহস্বর: 
		র্স