বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ওগো মুশির্দ পীর! বলো বলো রসুল
ওগো মুশির্দ পীর! বলো বলো রসুল কোথায় থাকে।
কোথায় গেলে কেমন ক'রে দেখতে পাব তাঁকে॥
বেহেশ্ত-'পারে দূর আকাশে
তাঁহার আসন খোদার পাশে,
সে এতই প্রিয়, আপনি খোদা লুকিয়ে তারে রাখে॥
কোরান পড়ি হাদিস শুনি, সাধ মেটে না তাহে,
আতর পেয়ে মন যে আমার ফুল দেখতে চাহে।
সবাই খুশি ঈদের চাঁদে
আমার কেন পরান কাঁদে,
দেখ্ব কখন আমার ঈদের চাঁদ
─ মোস্তফাকে॥
- রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
মোহাম্মদী পত্রিকরা 'কার্তিক ১৩৪৬ (অক্টোবর-নভেম্বর ১৯৩৯) সংখ্যায় গানটি
প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৫ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান
১৩২৪। তাল: দাদ্রা। পৃষ্ঠা ৪০১]
- পত্রিকা: মোহাম্মদী [কার্তিক ১৩৪৬ (অক্টোবর-নভেম্বর ১৯৩৯)]
- রেকর্ড: টুইন [এপ্রিল ১৯৪৪ (চৈত্র
১৩৪৯-বৈশাখ ১৩৫০)]। এফটি ১৩৯৩৭।
শিল্পী: দুলি বিবি
- স্বরলিপিকার ও স্বরলিপি:
পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [ইসলামি গান, মুরশিদি গান]
- সুরাঙ্গ:
স্বকীয় বৈশিষ্ট্যের গান
- তাল:
কাহারবা
- গ্রহস্বর:
র্স