বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: করিও ক্ষমা হে খোদা আমি গুণাহগার
করিও ক্ষমা হে খোদা আমি গুণাহগার অসহায়।
কাজের মাঝে অবসর পাই না ডাকিতে তোমায়॥
যতবার তোমার পথে হে খোদা যেতে চেয়েছি
বাহির ভিতর হ'তে হাজারো বাধা পেয়েছি,
তোমার পথের দুশমন ঘরে-বাহিরে-দুনিয়ায়॥
দুঃখ-শোক-ব্যাধির তাড়নায় শুনিয়াও শুনিনি আজান,
বান্দার সে-অপরাধ করিও ক্ষমা হে রহমান।
আমি যে কাঙাল ভিখারি পুণ্যের পুঁজি নাহি
শূন্য হাতে আমারে ফিরায়ো না হে ইলাহি,
কারো না নিরাশ যদিও শরণ যাচি অবেলায়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ়
১৩৪৭) মাসে, মেগাফোন গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুল ইসলামের
বয়স ছিল ৪১ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১৩৩১। পৃষ্ঠা
৪০৩-৪০৪]
- রেকর্ড:
মেগাফোন [জুন ১৯৪০ খ্রিষ্টাব্দ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৭)। জেএনজি
৫৪৮২। শিল্পী: আব্দুল হামিদ।
- সুরকার: নজরুল ইসলাম]