বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কে এলো ওরে কে এলো
রাগ: হাম্বির-কেদারা, তাল: দ্রুত একতাল/ দাদ্রা
কে এলো ওরে কে এলো শুকানো মানস-মাধবী-কুঞ্জে।
জানাইতে মোরে কার আগমনী চরণে নূপুর-মুঞ্জে
॥
তারি সাথে জাগে নব কিশলয়
ধীরি ধীরি
ধীরি বহিল মলয়,
ফোটা ফুলে ফুলে সুখে দুলে দুলে অলিকুল মধুগুঞ্জে॥
গেছে কত যুগ-যুগান্ত,
এলো ফিরে ফিরে হৃদয়প্রান্ত।
পিক সুকণ্ঠে গায় আবাহন
বন-শোভা-গণ করিছে বরণ,
মিলনের তরে খুঁজিছে পিয়ারে ফুটিল কুসুম কুঞ্জে কুঞ্জে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৩ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি (মাঘ-ফাল্গুন ১৩৩৯)
মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল।
এই
সময় নজরুলের বয়স ছিল ৩৩
বৎসর ৮
মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত
সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১৩৩৫। পৃষ্ঠা:
৪০৫]
- রেকর্ড: এইচএমভি [ফেব্রুয়ারি ১৯৩৩ (মাঘ-ফাল্গুন ১৩৩৯)। এন ৭০৭৫। শিল্পী: কে
মল্লিক]