বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম
:
কে এলো। ডাকে চোখ গেল
রাগ: কালাংড়া, তাল: কাহার্বা-দাদ্রা
কে এলো। ডাকে চোখ গেল॥ ওলো ও-ডাকে কি ও ঘুমের সতিনী ও, ও যে চোখের বালি ঘুম ভাঙায় খালি॥ সখি আঁখি মেল
─ মেল আঁখি মেল॥
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৬ বঙ্গাব্দের অগ্রহায়ণ (ডিসেম্বর ১৯২৯) মাসে প্রকাশিত 'চোখের চাতক' সঙ্গীত-সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩০ বৎসর ৬ মাস।