বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম
:
কেন আসে, কেন তা'রা চ'লে যায় ক্ষণেক তরে
রাগ: খাম্বাজ, তাল: মধ্যমান
কেন আসে, কেন তা'রা চ'লে যায় ক্ষণেক তরে।
কুসুম না ফুটিতে কেন ফুল-মালি
ছিঁড়িয়া সাজি ভরে, কানন ক'রে খালি,
কাঁটার স্মৃতি বেঁধে লতার বুকে, হায়, ব্যথা-ভরে॥
ছাড়িয়া স্নেহ-নীড় সুদূর বনছায়
বিহগ-শিশু কেন সহসা উ'ড়ে যায়,
কাঁদে জননী তা'র ঝরা পালকখানি বুকে ধ'রে॥
- রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না। ১৯৩১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ) মাসে প্রকাশিত
'চন্দ্রবিন্দু' সঙ্গীত-সংকলনে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩২ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
চন্দ্রবিন্দু।
- প্রথম প্রকাশ: সেপ্টেম্বর ১৯৩১
(আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ)
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১।
চন্দ্রবিন্দু। ৩৪। খাম্বাজ-মধ্যমান। পৃষ্ঠা: ১৭৯-১৮০]