বিষয়: 
নজরুল সঙ্গীত।
শিরোনাম: 
কোন্ মহাব্যোমে ধ্বনি ওঠে ওম্, আদি আকাশ বাণী
	
		
কোন্ মহাব্যোমে ধ্বনি ওঠে ওম্, আদি আকাশ বাণী।
কোন্ মহামৌনীর ধ্যান ভাঙে কোন্ বিরহের বীণাপাণি 
						
─
			                                    
						নাহি জানি নাহি জানি॥
			           
						নিথর শূন্য অসীমে কোথায়
           
						কে সে প্রণব-শঙ্খ বাজায়,
সেই ধ্বনি 
						বুঝি জ্যোতির্জগতে বাহিরে আনিছে টানি॥
			কোন্ অজানার অলখ-জটায় কথার গঙ্গা কাঁদে
কোন্ মায়াতীত সুন্দর হ'ল পড়িয়া মায়ার ফাঁদে।
			           
						কার সাথে এত কথা কহিবার
           
						এত সে-গোপন সাধ ছিল তার,
তাহারি বাঁশরি-ধ্বনির কথা কি ব্রজে হয় কানাকানি॥
		
	
	- 
	রচনাকাল ও স্থান: 
	
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু 
	জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ২৬শে 
আগষ্ট (মঙ্গলবার ১০ ভাদ্র 
১৩৪৭) আকাশবাণী কলকাতার ত্রয়োদশ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাজী নজরুল ইসলাম 
		'আকাশবাণী' নামক একটি 'গীতি-আলেখ্য' রচনা করেন। এই গীতি-আলেখ্যের 
জন্যই নজরুল এই গানটি  রচনা করেছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ২ মাস।
 
- গ্রন্থ:
	
	
		- নজরুল গীতি, অখণ্ড 
		
			- প্রথম সংস্করণ [আব্দুল 
					আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ৬  আশ্বিন ১৩৮৫। ২৩ সেপ্টেম্বর ১৯৭৮]
					
- দ্বিতীয় সংস্করণ [আব্দুল 
					আজীজ আল-আমান সম্পাদিত। হরফ প্রকাশনী। ১ শ্রাবণ
১৩৮৮। ১৭ জুলাই ১৯৮১]
- তৃতীয় সংস্করণ [ব্রহ্মমোহন 
					ঠাকুর সম্পাদিত। হরফ প্রকাশনী। ৮ মাঘ ১৪১০। ২৩ 
					জানুয়ারি ২০০৪। রাগ-প্রধান গান।
					৮৩৪ সংখ্যক গান।
					পৃষ্ঠা
					২১৩-২১৪] 
 
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি
		নজরুল 
				ইনস্টিটিউট। তৃতীয় 
				সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮।
				গান 
				১৩৪৩। পৃষ্ঠা ৪০৬-৪০৭]
 
 
- পত্রিকা: বেতার জগৎ। বেতার জগৎ। ১১শ বর্ষ ১৭শ 
সংখ্যা। শিরোনাম: আকাশ-বাণীর গান। গান সংখ্যা ১। পৃষ্ঠা: ১৯।
 
- বেতার: 
		
	আকাশবাণী (গীতিকা)
	
		- প্রথম প্রচার: ২৬ আগষ্ট, ১৯৪০ 
		খ্রিষ্টাব্দ (মঙ্গলবার ১০ ভাদ্র ১৩৪৭)। কলকাতার খ। চতুর্থ অধিবেশন। সন্ধ্যা ৭.৪৫ থেকে ৮.২৯ মিনিট। 
	
		- সূত্র: 
	
		- বেতার 
		জগৎ। ১১শ বর্ষ ১৬শ সংখ্যা। পৃষ্ঠা: ৮৮৪
- The 
		Indian-listener 
		1940, Vol V, No 16. page 1253
 
 
 
- দ্বিতীয় প্রচার: ২১ ফেব্রুয়ারি, ১৯৪২ খ্রিষ্টাব্দ (শনিবার ৯ ফাল্গুন 
		১৩৪৮)। কলকাতার খ। চতুর্থ 
		অধিবেশন। সন্ধ্যা ৭.৩০ থেকে ৮.০৯।
		- সূত্র: The 
		Indian-listener 
		1942, Vol VII, No 4. page 51]