বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কুসুম ফুলের মালা গেঁথে দুলিয়ে দিছি গলে
নাটক: 'বন্দিনী'
কুসুম ফুলের মালা গেঁথে দুলিয়ে দিছি গলে।
অশ্রু দিয়ে গাঁথা মালা রইলো বুকের তলে॥
বন্ধু আমার আসবে যখন ফিরে' বিজয় রথে
মরা ফুলের সাথে আমি রইবো প'ড়ে পথে,
যাবার বেলা চরণ দিয়ে যাবে আমায় দ'লে॥
তাহার প্রিয়ার মুখে দেবো আমার হাসি ল'য়ে
রইব না গো তাহার সুখে পথের কাঁটা হ'য়ে,
তা'র বাসরে আলো দেবো প্রদীপ হ'য়ে জ্ব'লে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৪০ খ্রিষ্টাব্দের
২৫ মে (বৃহস্পতিবার ১১ জ্যৈষ্ঠ ১৩৪৬) মিনার্ভা নাট্যমঞ্চে
আশুতোষ সান্যাল-এর রচিত 'বন্দিনী' নাটক মঞ্চস্থ হয়েছিল। এই নাটকে নজরুলের
রচিত এই গানটি ব্যবহৃত হয়েছিল। নজরুলের ৪১
বৎসর অতিক্রান্ত বয়সের প্রথম দিনে প্রকাশিত হয়েছিল।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত
সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ১৩৬১। নাটক:
বন্দিনী। পৃষ্ঠা: ৪১২]
- মঞ্চ:
- ১৯৪০ খ্রিষ্টাব্দের
২৫ মে (বৃহস্পতিবার ১১ জ্যৈষ্ঠ ১৩৪৬) মিনার্ভা নাট্যমঞ্চে
আশুতোষ সান্যাল-এর রচিত 'বন্দিনী' নাটক মঞ্চস্থ হয়েছিল। এই নাটকে নজরুলের
রচিত এই গানটি ব্যবহৃত হয়েছিল।
- রেকর্ড: এইচএমভি [ডিসেম্বর ১৯৪০ (মাঘ-ফাল্গুন ১৩৩৯)। এন ২৭০৬১। শিল্পী: মিস হরিমতী]