বিষয়:
নজরুল সঙ্গীত।
শিরোনাম
:
কমলা রূপিণী, শক্তি-স্বরপিণী
কমলা রূপিণী, শক্তি-স্বরপিণী
পতিব্রতা সতী ধর্ম-বিধায়িনী
─ সীতা, জয় সীতা।
জনক দুলারী রাজকুমারী
লব-কুশ-জননী, রাম-কী পিয়ারী
─ সীতা, জয় সীতা॥
আওধ-প্রজাকুল শান্তি-বিধায়িনী
পতি-অনুগামিনী, বন-বনচারিণী,
অশোক-কানন উজ্জ্বলকারিণী
─ সীতা, জয় সীতা॥
বসুমতী-অঙ্ক সমুজ্জ্বল-কারিণী
সতীকে তেজ-বল-অগ্নিনিবারণী,
সুখ-দুখমে পতি-চরম ভিখারিনী
─ সীতা, জয় সীতা॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭
খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪৪) মাসে, এইচএমভি
রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। সময় নজরুলের বয়স ছিল
৩৮ বৎসর ৪ মাস।
- গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান
১৩৭০]
- রেকর্ড: এইচএমভি [অক্টোবর ১৯৩৭ (আশ্বিন-কার্তিক ১৩৪৪)। এইচএমভি। এন ৯৯৬৫। মৃণালকান্তি ঘোষ