বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কাল কাল ক'রে গেল কতকাল কালের নাহিক শেষ
কাল কাল ক'রে গেল কতকাল কালের নাহিক শেষ।
কাল যাই যথা বন্ধু রে ল'য়ে যাব আমি সেই দেশ॥
- রচনাকাল ও স্থান:
এই নাটকের রচনাকাল ও প্রেক্ষাপট সম্পর্কে কিছু জানা যায় নি। আব্দুল
কাদেরের সম্পাদিত নজরুল রচনাবলীর পঞ্চম খণ্ডের, দ্বিতীয়ার্থে (১৯৮৪), '
বিষ্ণুপ্রিয়া
নামক একটি অসমাপ্ত নাটক অন্তর্ভুক্ত হয়েছিল।
গানটি এই নাটকের ষষ্ঠ দৃশ্যে ' কাঞ্চনার গান' হিসেবে পাওয়া যায়।।
-
গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ
[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ১৩৭৪।