বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: 'কালী কালী' মন্ত্র জপি ব'সে শোকের ঘোর শ্মশানে
'কালী কালী' মন্ত্র জপি ব'সে শোকের ঘোর শ্মশানে।
মা অভয়ার নাম গুণে শান্তি যদি পাই এ প্রাণে॥
এই শ্মশানে ঘুমিয়ে আছে
যে ছিল মোর বুকের কাছে,
সে হয়ত আবার উঠবে জেগে মা ভবানীর নাম-গানে॥
সকল সুখ শান্তি আমার নিল হ'রে যে-পাষাণী,
শূন্য বুকে বন্দী ক'রে রাখব আমি তারেই আনি'।
মোর, যাহা প্রিয় মাকে দিয়ে
জাগি আশার দীপ১ জ্বালিয়ে,
মা'র সেই চরণের নিলাম শরণ, যে-চরণে মা আঘাত হানে॥২
১. বুকে চিতা, ২. যে চরণে প্রলয় আনে
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৩) মাসে, টুইন রেকর্ড কোম্পানি গানটির রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৫ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১৩৭৫। পৃষ্ঠা: ৪১৬]
- রেকর্ড: টুইন [নভেম্বর ১৯৩৬ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৩)]। এফটি ৪৬৪৯। শিল্পী:
ইন্দু সেন
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান মুর্শেদ
[নজরুল
সঙ্গীত স্বরলিপি সাতচল্লিশতম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট। ফাল্গুন ১৪২৫/ফেব্রুয়ারি
২০১৯] পৃষ্ঠা: ৩৭-৩৮। [নমুনা]
- পর্যায়
- বিষয়াঙ্গ: ভক্তি (সনাতন হিন্দু ধর্ম, শাক্ত)
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
- তাল:
কাহারবা
- গ্রহস্বর: দম