বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কিশোর গোপ-বেশ মুরলীধারী শ্রীকৃষ্ণ গোবিন্দ
কিশোর গোপ-বেশ মুরলীধারী শ্রীকৃষ্ণ গোবিন্দ।
দ্বিভুজ শ্যাম সুন্দর মূরতি অপরূপ অনিন্দ্য॥
পরমাত্মারূপী পরম মনোহর
গোলকবিহারী চিন্ময় নটবর,
ময়ূর পাখাধারী চিকুর চাঁচর মণি-মঞ্জির শোভিত শ্রীচরণারবিন্দ॥
গলে দোলে নব বিকশিত কদম ফুলের মালা
খেলে ঘিরে যাঁরে প্রেমময়ী গোপবালা,
শোভিত স্বর্ণবর্ণ পীতবাসে
ওঙ্কার বিজড়িত শ্রীরাধার পাশে,
পদ্মপলাশ আঁখি মৃদু-হাসে ─
যেরূপ ধেয়ায় মুনি ঋষি দেববৃন্দ॥
- ভাবসন্ধান: এই গানে শ্রীকৃষ্ণের সৌন্দর্য মহিমা উপস্থাপন করা হয়েছে-
বিষ্ণু এবং বৃন্দাবনের অবতাররূপে অবতীর্ণ কৃষ্ণের লৌকিক ও অলৌকিক সৌন্দর্যের
সংমিশ্রণে। বৃন্দাবনে কৃষ্ণ ছিলেন মুরলী নামক বাঁশি হাতে গোপবেশী কিশোর রূপে।
চতুর্ভূজ বিষ্ণুর অবতার হলেও তাঁর বাহু ছিল দুটি। তাঁর রূপ বর্ণনায় বলা হয়েছে
অপরূপ অনিন্দ্য শ্যাম সুন্দর। বিষ্ণুর অবতার হিসেবে তাঁকে বলা হয়েছে- তিনি পরমাত্মারূপী
(যিনি সকল জীবের অন্তরে বিরাজমান। তাই পরমাত্মা স্বরূপ), পরম মনোহর গোলকবিহারী
(বিষ্ণুর আবাস্থল গোলোকধামে বিহার করেন), চিন্ময় (যিনি চিত্তলোকে
ভক্তিমার্গে অবস্থান করেন), নটবর (যিনি রাসলীলা তথা সকল নটদের মধ্যে শ্রেষ্ঠ)।
বৃন্দাবনে শ্রীকৃষ্ণের বেশবাসের অপূর্ব বর্ণনায় বলা হয়েছে- ময়ুর পাখাধারী (যিনি
ময়ূরের পালক মুকুটে ধারণ করেন), চিকুর চাঁচর (কুঞ্চিত কেশরাশি) এবং রত্নখচিত
নূপুর-শোভিত শ্রীকৃষ্ণের পদ্মসদৃশ পবিত্র চরণ।
তাঁর গলায় দোলে নব বিকশিত কদম ফুলের মালা, তাঁকে ঘিরে প্রেম-লীলায় মত্ত থাকেন
গোপিনীরা। স্বর্ণবর্ণ হলুদ পীতবস্ত্রে শোভিত তিনি। তিনি পরম ওঙ্কার (পরমসত্তা
প্রকাশক অনাহত ধ্বনি), তিনি
চিরপ্রেমময়ী হয়ে রাধার পাশে বিরাজ করেন। তাঁর পদ্মপাতার মতো দীপ্তিময় ও সুন্দর চোখে
উদ্ভাসিত মৃদুমধুর হাসি দেখার জন্য দেবতারা অধীর হয়ে থাকেন।
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮
খ্রিষ্টাব্দের ২৮শে এপ্রিল (বৃহস্পতিবার ১৫ বৈশাখ ১৩৪৫) এইচএমভি
রেকর্ড কোম্পানির সাথে নজরুল ইসলামের একটি চুক্তি হয়েছিল। এই চুক্তিপত্রের
এই গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুলের
বয়স ছিল ৩৮ বৎসর ১১ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২]। গান সংখ্যা
১৩৭৮।
- রেকর্ড: রেকর্ড কোম্পানির সাথে চুক্তি [২৮
এপ্রিল ১৯৩৮ (বৃহস্পতিবার ১৫ বৈশাখ, ১৩৪৫ ) ]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। বৈষ্ণব। শ্রীকৃষ্ণ। রূপ
বর্ণন।