বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কিশোর গোপ-বেশ মুরলীধারী শ্রীকৃষ্ণ গোবিন্দ
কিশোর গোপ-বেশ মুরলীধারী শ্রীকৃষ্ণ গোবিন্দ।
দ্বিভুজ শ্যাম সুন্দর মূরতি অপরূপ অনিন্দ্য॥
        পরমাত্মারূপী পরম মনোহর
        গোলকবিহারী চিন্ময় নটবর,
ময়ূর পাখাধারী চিকুর চাঁচর মণি-মঞ্জির শোভিত শ্রীচরণারবিন্দ॥
গলে দোলে নব বিকশিত কদম ফুলের মালা
খেলে ঘিরে যাঁরে প্রেমময়ী গোপবালা,
        শোভিত স্বর্ণবর্ণ পীতবাসে
        ওঙ্কার বিজড়িত শ্রীরাধার পাশে,
পদ্মপলাশ আঁখি মৃদু-হাসে ─ যেরূপ ধেয়ায় মুনি ঋষি দেববৃন্দ॥