বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কিশোরী সাধিকা রাধিকা শ্রীমতী
কিশোরী সাধিকা রাধিকা শ্রীমতী।
চির-কিশোর আরাধিকা শ্রীমতী॥
কমলা গোলোকে
গোপিনী ভুলোকে,
সেবিকা প্রকৃতি পরমা তপতী॥
শ্যাম ভুবন কালো
রাই অরুণ আলো,
হরি পূজারিণী প্রেম মূতির্মতী॥
ব্রজধাম বাসিনী
লীলা বিলাসিনী,
শ্যাম নাম ভাষিণী বিরহ ভারতী॥
শ্যাম মেঘ গলে
রাই বিজলি দোলে,
শ্যাম পত্র কোলে রাই ফুল আরতি॥
লয়ে যাঁহার নাম
হরি হন রাধা শ্যাম,
সুর নর অবিরাম করে যাঁর প্রণতি॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের নভেম্বর
(কার্তিক-অগ্রহায়ণ ১৩৪২) মাসে, এইচএমভি
রেকর্ড কোম্পানি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল।
এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬
বৎসর ৫ মাস।
-
গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১৩৭৯ সংখ্যক গান। পৃষ্ঠা:
৪১৭।
-
নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭।
গান সংখ্যা ১০২। for Kamal Gupta (HMV)
। ভজনা। পৃষ্ঠা:
১২৯।]
- রেকর্ড:
- এইচএমভি [নভেম্বর ১৯৩৫
(কার্তিক-অগ্রহায়ণ
১৩৪২)। এন ৭৪৩৪। শিল্পী: কমল দাশগুপ্ত]
- রেকর্ড কোম্পানির সাথে চুক্তি। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ২১ ডিসেম্বর (শনিবার
৫ পৌষ ১৩৪২)।
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান
মুর্শেদ
[নজরুল সঙ্গীত স্বরলিপি,
পঁয়তাল্লিশতম খণ্ড, কবি নজরুল ইসলাম
ইনস্টিটিউট। জুন ২০১৮] গান সংখ্যা ৭। পৃষ্ঠা: ৩৫-৩৭
[নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত [সনাতন হিন্দু ধর্ম, বৈষ্ণব]
- সুরাঙ্গ: ভজন