বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: জনম জনম তব তরে কাঁদিব
রাগ: জৌনপুরী, তাল: কাহারবা
জনম জনম তব তরে কাঁদিব।
যত হানিবে১ হেলা ততই সাধিব॥
তোমারি নাম গাহি'
তোমারি প্রেম চাহি',
ফিরে ফিরে নিতি তব চরণে আসিব॥২
জানি জানি বঁধু, চাহে যে তোমারে,
ভাসে সে চিরদিন নিরাশা-পাথারে।
তবু জানি হে স্বামী৩
কোন্ সে-লোকে আমি,
তোমারে পাব বুকে বাহুতে বাঁধিব॥
১. যত করিবে,
২. ফিরে ফিরে আমি তব চরণে আসিব,
৩. জীবন-স্বামী
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা
যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৩) মাসে, টুইন রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৭ বৎসর ৩ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি
২০১২)] -এর ১৪০৮ সংখ্যক গান।
- রেকর্ড:
- টুইন [সেপ্টেম্বর ১৯৩৬ খ্রিষ্টাব্দ (ভাদ্র-আশ্বিন ১৩৪৩)]।
এফটি ৪৫৬৬। শিল্পী: শিউলি সরকার। সুর: নজরুল ইসলাম
-
১৯৩৬ খ্রিষ্টাব্দের ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার ৩০ ভাদ্র ১৩৪৩) এইচএমভি
রেকর্ড কোম্পানির সাথে নজরুল ইসলামের একটি চুক্তি হয়েছিল। এই গানটি
ওই চুক্তিপত্রে ছিল।
- সুরকার: নজরুল ইসলাম
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- পর্যায়:
- বিষয়াঙ্গ: বক্তি [সাধারণ]
- সুরাঙ্গ:
রাগাশ্রয়ী
-
রাগ:
জৌনপুরী
- তাল: কাহারবা
- গ্রহস্বর: ম