বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ঝড়ের বাঁশিতে কে গেলে ডেকে হে তরুণ অশান্ত
ঝড়ের বাঁশিতে কে গেলে ডেকে হে তরুণ অশান্ত।
গুরু গুরু বাজিল মেঘ-মৃদঙ্গ দুলিয়া উঠিল বন-বনান্ত॥
                সাগর তরঙ্গ মাঝে
                তব মণি-মঞ্জির বাজে,
অম্বর ব্যাপিয়া দোলে ধূলি-গৈরিক তব বসন-প্রান্ত॥
                শাওন-ঘন তব লাবনি
                বিন্দু বিন্দু ঝরি' ভরিল অবনি,
কৃষ্ণ-চূড়ার রাঙা অঞ্জলি ঝরে চঞ্চল তব চরণে হে কান্ত॥