বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: তোমাদের দান, তোমাদের বাণী পূর্ণ করিল অন্তর
রাগ: দেশ, তাল: একতাল
তোমাদের দান, তোমাদের বাণী পূর্ণ করিল অন্তর।
তোমাদের রস-ধারায় সিনানি' হ'ল তনু শুচি-সুন্দর॥
শান্ত উদার আকাশের ভাষা
মলিন মর্তে অমৃত পিপাসা,
দিলে আনি', দিলে অভিনব আশা
─ গগন-পবন-সঞ্চর॥
বুলায়ে মায়ার অঞ্জন চোখে
ল'য়ে গেলে দূর কল্পনা-লোকে,
রাঙাল কানন পলাশে অশোকে
─ তোমাদের-মায়া-মন্তর॥
ফিরদৌসের পথ-ভোলা পাখি
আনন্দ-লোকে গেল সবে ডাকি',
ধূলি-ম্লান মন গেলে রঙে মাখি'
─ ছানিয়া সুনীল অম্বর॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২
খ্রিষ্টাব্দের ২৫শে ডিসেম্বর [রবিবার, ১০ পৌষ, ১৩৩৯ বঙ্গাব্দ]
তারিখে কলকাতার এলবার্ট হলে 'বঙ্গীয় মুসলমান
সাহিত্য সম্মেলন'-এর পঞ্চম অধিবেশন অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানটি সমাপ্ত হয়েছিল
১৯৩২ খ্রিষ্টাব্দের ২৬শে ডিসেম্বর [সোমবার, ১১ পৌষ, ১৩৩৯ বঙ্গাব্দ]
তারিখে। সমাপনী অনুষ্ঠানের জন্য নজরুল এই গানটি রচনা করেছিলেন এবং উক্ত
অধিবেশনে নজরুল গানটি পরিবেশন করেছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর
৭ মাস।
- গ্রন্থ:
-
গুলবাগিচা
- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। দেশ-একতালা। পৃষ্ঠা:
৫৫]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী।
ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৪৮। দেশ-একতালা। পৃষ্ঠা ২৫৩-২৫৪ ]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১৪৬১। রাগ: দেশ, তাল: একতাল। পৃষ্ঠা:
৪৩৯-৪৪০।]
-
পত্রিকা:
- মোয়াজ্জিন
[মাঘ ১৩৩৯ (জানুয়ারি-ফেব্রুয়ারি খ্রিষ্টাব্দ
১৯৩৩ খ্রিষ্টাব্দ)।]
- মোহাম্মদী
[মাঘ ১৩৩৯ (জানুয়ারি-ফেব্রুয়ারি খ্রিষ্টাব্দ)। শিরোনাম:
বিদায়গীতি।]