বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার।
তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার।
জনমে জনমে চলে তাই মোর অনন্ত অভিসার॥
বনে তুমি যবে ছিলে বনফুল
গেয়েছিনু গান আমি বুল্বুল্,
ছিলাম তোমার পূজার থালায় চন্দন ফুলহার॥
তব সঙ্গীতে আমি ছিনু সুর নৃত্য নূপুর-ছন্দ,
আমি ছিনু তব অমরাবতীতে পারিজাত ফুল-গন্ধ।
কত বসন্তে কত বরষায়
খুঁজেছি তোমারে তারায় তারায়,
আজিও এসেছি তেমনি আশায় ল’য়ে প্রীতি-সম্ভার॥
- রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮
খ্রিষ্টাব্দের ২৮শে এপ্রিল (বৃহস্পতিবার ১৫ বৈশাখ ১৩৪৫) এইচএমভি
রেকর্ড কোম্পানির সাথে নজরুল ইসলামের একটি চুক্তি হয়েছিল। এই চুক্তিপত্রের
এই গানটির উল্লেখ ছিল। কিন্তু এই বছরে এই গানটির কোনো রেকর্ড প্রকাশিত হয় নি। এই সময় নজরুলের
বয়স ছিল ৩৮ বৎসর ১১ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১৪৬৯। রাগ: ভৈরবী, তাল: দাদ্রা। পৃষ্ঠা: ৪৪১]
-
রেকর্ড:
-
এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে চুক্তি [২৮
এপ্রিল ১৯৩৮ (বৃহস্পতিবার ১৫ বৈশাখ, ১৩৪৫ ) ]
-
এইচএমভি [ডিসেম্বর ১৯৪৫ (অগ্রহায়ণ-পৌষ ১৩৫২)। এন ২৭৫৬৩। শিল্পী:
দীপ্তি বন্দ্যোপাধ্যায়। সুর: পাঁচু বসু]
- বেতার: একক অনুষ্ঠান। শিল্পী নীলমণি সিংহ। কলকাতা বেতার কেন্দ্র-ক [২৪ জুন ১৯৪২ (জ্যৈষ্ঠ-আষাঢ়
১৩৪৯)]। প্রথম অধিবেশন। সকাল ৬.৫০। রাগ প্রধান গান।
The Indian-listener 1942 Vol- VII-12
। পৃষ্ঠা: ৬৩