রাগ : বারোয়াঁ
দিও ফুলদল বিছায়ে পথে বঁধুর আমার।
পায়ে পায়ে দলি’ ঝরা সে-ফুলদল আজি তার অভিসার॥
আমার আকুল অশ্রুবারি দিয়ে
চরণ দিও তারে ধোয়ায়ে,
মম পরান পুড়ায়ে জ্বেলো দীপালি তাহার॥
রচনাকাল ও স্থান:
গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি
গীতি-শতদল সঙ্গীত
সঙ্কলনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪১ বঙ্গাব্দের বৈশাখ (এপ্রিল
১৯৩৪) মাসে। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১১ মাস।