বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: নাচে সুনীল দরিয়া আজি দিল্-দরিয়া
রাগ:
ভৈরবী, তাল: দাদরা
নাচে সুনীল দরিয়া আজি দিল্-দরিয়া পূর্ণিমা চাঁদেরে পেয়ে।
কূলে তার ঝুমুর ঝুমুর ঘুঙুর বাজে মিঠে আওয়াজে
নাচে জল্-পরীর মেয়ে॥
তার জল-ছলছল্ কূলে কুলে
ফেনিল যৌবন ওঠে দু’লে,
চাঁদিনী উজল্ তনু ঝলমল্
পরানে উছল জাগে জোয়ার –
আধো ঘুমে আসে তার নয়ন ছেয়ে॥
জল-বালা মুক্তা-মালা গাঁথে নিরালা চাঁদের তরে,
কাজল-বরণী তরুণী তটিনী চলেছে ধেয়ে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে
কিছু জানা যায় না। 'গুলবাগিচা'
গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩] গানটি
প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
-
গুলবাগিচা
- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। ভৈরবী-দাদরা। পৃষ্ঠা: ৫৮]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী।
ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৫১। ভৈরবী-দাদরা। পৃষ্ঠা ২৫৫-২৫৬ ]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১৫১১। রাগ:
ভৈরবী, তাল: দাদরা। পৃষ্ঠা:
৪৫৪।]
- রেকর্ড: মেগাফোন [অক্টোবর ১৯৩৩ (আশ্বিন-কার্তিক ১৩৪০ বঙ্গাব্দ)]। জেএনজি ৭৬। শিল্পী: শ্রীমতী সাহানা