বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম: নাহি কেহ আমার ব্যথার সাথী 
	
		
নাহি কেহ আমার ব্যথার সাথী,
জ্বলি পিল্সুজে একা মোমের বাতি।
পতঙ্গ সুখি, পুড়ে এক নিমেষে –
পুড়িয়া মরি আমি সারা রাতি॥
আসে যে সুখে দিনে বন্ধু রূপে,
অসময়ে যায় স’রে চুপে চুপে।
উড়ে গেছে অলি
ফুল ঝরেছে বলি’ –
কাঁদি একাকী কণ্টক-শয্যা পাতি’॥
কেহ কারো নয় তবু প্রাণ কাঁদে
চকোর চাহে যেন সুদূর চাঁদে,
শুধু বেদনা পাই প্রেম-মোহে মাতি’॥
		
	
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা 
যায় না। 'গুলবাগিচা 
'
গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩]  গানটি 
	প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস।
 
- গ্রন্থ: 
	- 
	গুলবাগিচা
		- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। 
				ভীমপলশ্রী-কার্ফা। পৃষ্ঠা: ২৮] 
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। 
	জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১।  গুল-বাগিচা। গান সংখ্যা ২৩।  ভীমপলশ্রী-কার্ফা। পৃষ্ঠা ২৩৮]
				
 
 
 
- 
 রেকর্ড: মেগাফোন [আগষ্ট ১৯৩৩ (শ্রাবণ-ভাদ্র ১৩৪০)]। জেএনজি ৬৮। শিল্পী: শ্রীমতী রাজলক্ষ্মী (বড়) রেকর্ড: মেগাফোন [আগষ্ট ১৯৩৩ (শ্রাবণ-ভাদ্র ১৩৪০)]। জেএনজি ৬৮। শিল্পী: শ্রীমতী রাজলক্ষ্মী (বড়)
 
- স্বরলিপি ও স্বরলিপিকার:
	
- পর্যায়: 
	- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: রাগাশ্রয়ী