বিষয়: নজরুলসঙ্গীত
শিরোনাম: নিশীথ স্বপন তোর ভুলে যা নিশি শেষ
রাগ: ভৈরবী, তাল: দাদ্রা
নিশীথ-স্বপন তোর ভু'লে যা নিশি-শেষে।
বাদল-অবসানে আকাশ উঠেছে হেসে॥
চখার পাশে আসে বিরহ-রাতের চখি
আঁধার লুকালো ঐ দূর বনে এলোকেশে॥
শরম-রাঙা গালে জাগিল কুমারী ঊষা,
তরুণ অরুণ ঐ এসো রাঙা বর বেশে॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু
জানা যায় না। ১৯২৯ খ্রিষ্টাব্দের জুন
(আষাঢ় ১৩৩৬) মাসে কলকাতার মনোমোহন
থিয়েটারে শচীন্দ্রনাথ সেনগুপ্তের রচিত
রক্তকমল
নাটক মঞ্চস্থ হয়। উক্ত নাটকে প্রথম এই গানটি ব্যবহৃত হয়েছিল। ধারণা করা হয়,
এই সময় নজরুলের
বয়স ছিল ৩০ বৎসর ১ মাস।
- মঞ্চনাটক:
- গ্রন্থ:
-
চোখের চাতক ।
- প্রথম সংস্করণ [অগ্রহায়ণ ১৩৩৬ (ডিসেম্বর ১৯২৯) গান ১১। ভৈরবী-দাদরা]
- নজরুল-রচনাবলী, দ্বিতীয় খণ্ড [বাংলা একাডেমী, ফাল্গুন ১৪১৩। ফেব্রুয়ারি ২০০৭।
চোখের চাতক। গান ১১। ভৈরবী-দাদরা। পৃষ্ঠা: ২০০]