বিষয়: নজরুল সঙ্গীত। 
শিরোনাম:
	
প’রো প’রো চৈতালী-সাঁজে কুস্মী শাড়ি।
	
		
	            তাল: কাহারবা
প’রো প’রো চৈতালী-সাঁজে কুস্মী শাড়ি।
আজি তোমার রূপের সাথে চাঁদের আড়ি॥
প’রো ললাটে কাঁচপোকার টিপ,
তুমি আল্তা প’রো পায়ে হৃদি নিঙাড়ি’॥
প্রজাপতির ডানা-ঝরা সোনার টোপাতে,
ভাঙা ভুরু জোড়া দিও রাতুল শোভাতে।
বেল-যূথিকার গ’ড়ে মালা প’রো খোঁপাতে
দিও উত্তরীয় শিউলি-বোঁটার রঙে ছোপাতে,
রাঙা সাঁঝের সতিনী তুমি রূপ-কুমারী॥
	
	
		
	
- রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে 
		সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। '
গুলবাগিচা
'
গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩]  গানটি 
	প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস
  
- গ্রন্থ:
- 
গুলবাগিচা।
- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। চৈতী-কার্ফা। পৃষ্ঠা: 
				১৯] 
 
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। 
	জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১।  গুল-বাগিচা। গান সংখ্যা ১৬।  চৈতী-কার্ফা। পৃষ্ঠা ২৩৪] 
 
 
	- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা 
					১৫৩১।  রাগ: ভৈরবী, তাল: লাউনি। পৃষ্ঠা: ৪৬০]
  
 
- রেকর্ড: মেগাফোন [ডিসেম্বর ১৯৩৩ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪০)]। জেএনজি ৮৯। শিল্পী:  মিস 
			পটল (চীনা)