বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম : ফুল চাই – চাই ফুল – টগর চম্পা চামেলি

                
ফুল চাই – চাই ফুল – টগর চম্পা চামেলি
ফিরি ফুলওয়ালী নিয়ে ফুল ডালি –
            মল্লিকা মালতী যুঁই বেলি॥
যার প্রাণে বিরহ জ্বালা
লহ এ অশোক মাধবী মালা,
এ হাস্নুহানা নেবে যে বালা –
            কাটিবে জীবন তার হাসি খেলি॥
মোর এই বকুল মালা পরে যে আদর ক’রে
বঁধু তার ব্যাকুল হয়ে ফিরিয়া আসে ঘরে।
আমার এই পলাশ জবা রঙন ও কৃষ্ণচূড়া
বিনোদ বেণীতে খোঁপায় পরে নববধূরা,
শুনি মোর ফুলের বাণী সন্ধ্যারানী পরে গোধূলি রাঙা চেলি॥