বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম:
ফুলের বনে ফুলের সনে
ফুলের বনে ফুলের সনে
ফুলেল হাওয়া নাচে দুলিয়া দুলিয়া।
টগর হেনা চামেলি মালতি বেলি
ফুটিল দল মেলি’ শরম ভুলিয়া॥
মউ বিলাসী প্রজাপতি
নেচে ফেরে অথির মতি,
নাচে হরিণ চপল গতি –
চটুল আঁখি তুলিয়া॥
- ভাবার্থ: প্রকৃতি পর্যায়ের এই গানে মূলত ফুলের সৌন্দর্যকেই উপস্থাপন
করা হয়েছে। পুষ্পবনে ফুলের সাথে পুষ্পিত বাতাস যেন নাচে দুলে দুলে। এই নাচের
নেশায় টগর হেনা চামলি মালতি বেলি, তাদের কুড়ির লজ্জার আবরণ সরিয়ে প্রস্ফুটিত হয়ে
উঠে। এত ফুলের সমারোহে মৌ-বিলাসী প্রজাপতি অস্থির হয়ে নাচে পুষ্প ঘিরে। তার সাথে
চটুল আঁখি তুলে চপল গতিতে নাচে বনের হরিণ।
- রচনাকাল ও স্থান:
গানটির
রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
- গ্রন্থ:
নজরুল-সংগীত সংগ্রহ
[রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল
ইনস্টিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮।
গান ১৫৭১]