বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: ফুলের বনে ফুলের সনে
ফুলের বনে ফুলের সনে
ফুলেল হাওয়া নাচে দুলিয়া দুলিয়া।
টগর হেনা চামেলি মালতি বেলি
ফুটিল দল মেলি’ শরম ভুলিয়া॥
মউ বিলাসী প্রজাপতি
নেচে ফেরে অথির মতি,
নাচে হরিণ চপল গতি –
চটুল আঁখি তুলিয়া॥