বিষয়: নজরুল সঙ্গীত। শিরোনাম: ফুলের বনে আজ বুঝি সেই
ফুলের বনে আজ বুঝি সেই
রূপসায়রের ঢেউ লেগেছে।
ঘুমিযে পড়া শ্যাম-ভ্রমরা
গুন্গুনিয়ে গান ধ’রেছে॥
কুড়িয়ে পাওয়া কুসুম দলে
ডুবিয়ে নিয়ে শিশির-জলে,
পরতে ধরা আপন গলে মালা গেঁথেছে॥
প্রেম-পিয়াসীর বুকের কাঁদন
জাগিয়ে দিল মলয় পবন,
পরান-বঁধুর কাজল নয়ন মনে জেগেছে॥
ভাবার্থ: এই গানটিতে ফুলকে শৃঙ্গার রসের মোহিত
রূপে উপস্থাপন করা হয়েছে নানা রূপকতায়। যেন পুষ্পের দোলায়িত ছন্দের আবেশে
প্রকৃতিতে জেগে উঠে প্রণয়াকাঙক্ষা। এই গানের ফুল হয়ে উঠেছে প্রেমের সঞ্চালিকা।