বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বরষ মাস যায়- সে নাহি আসে
রাগ: পিলু-কাফি-মিশ্র
বরষ মাস যায়- সে নাহি আসে, বরষ মাস যায়।
সখি রে সেই চাঁদ ওঠে নভে ফুলবনে ফুল ফোটে বৃথায়॥
একা সহি' মৌন হৃদয়-ব্যথা,
আমার কাঁদন শুনি’ সে মোর যদি ব্যথা পায়॥
মরমর ধ্বনি শুনি’ পল্লবে চমকিয়া উঠি সখি
ভাবি বুঝি বঁধু মোর আসিল।
যে যায় চলিয়া, চলিয়া সে যায় চিরতরে
ফিরে আর এস না সে হায়॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে
সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ' 'গুলবাগিচা'
গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩] গানটি
প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস।
- গ্রন্থ:
- 'গুলবাগিচা'
- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩।
পিলুকাফি মিশ্র-ঠুমরী। পৃষ্ঠা: ২১]
- নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১
। গুল-বাগিচা। গান সংখ্যা ১৮। পিলুকাফি মিশ্র-ঠুমরী। পৃষ্ঠা ২৩৫]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা
১৫৯৬। রাগ: পিলু-কাফি-মিশ্র পৃষ্ঠা: ৪৭৮]
- রেকর্ড: মেগাফোন [১৯৩৫ (১৩৪১-১৩৪২)। শিল্পী: রাজলক্ষ্মী (ছোট)।
রেকর্ডটি বাতিল হয়েছিল।]